চসিকের স্থাপনার চারপাশে ময়লা-আবর্জনার স্তুপ

আরেফিন নগরের কবরস্থানে চসিকের অর্থে নির্মিত এই কক্ষটি এখন পরিত্যক্ত। চারপাশে ময়লা-আবর্জনার স্তুপ। ছবি : এমএ হান্নান কাজল

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থে নির্মিত এই স্থাপনাটি এখন পরিত্যাক্ত। নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় সিটি কর্পোরেশন পরিচালিত কেন্দ্রীয় কবরস্থানে নির্মিত চসিকের অফিস কক্ষের চারপাশে ময়লা-আবর্জনার স্তুপ। পরিত্যাক্ত কক্ষটির চারপাশে ময়লা-আবর্জনার দুর্গন্ধযুক্ত পানি। স্থানীয়রা বলছেন-অপরিকল্পিত স্থাপনা নির্মাণে চসিকের বিপুল পরিমাণ অর্থ তছরুপ করা হয়েছে।

জানতে চাইলে, চসিকের ময়লা-আবর্জনার ডাম্পিং-এ দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তা গণমাধ্যমের সাথে কথা বলতে চাননি।

স্থানীয়দের সাথে কথা বলে জাানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাম্পিং জালালাবাদের পাহাড়। শহরের সমস্ত ময়লা-আবর্জনা এনে ফেলা হচ্ছে ওই ডাম্পিং-এ। তবে পরিচ্ছন্নতা শ্রমিকদের স্বেচ্ছাচারিতায় মূল সড়কের উপর মলয়া-আবর্জনা ফেলা হচ্ছে রাতের আধাঁরে। সড়কে ডাম্পিং এর দূষিত পানি পরলে রাস্তা পিচ্ছিল হয়ে যায়_তখন স্থানীয় বাসিন্দারা চলাচলে দুর্ভোগের সীমা থাকে না।

ময়লা-আবর্জনার ডাম্পিং থেকে গড়িয়ে পরা ময়লার পানিতে পিচ্ছিল সড়ক। ছবি : এমএ হান্নান কাজল

শ্রমিকদের স্বেচ্ছাচারিতার চিত্র তুলে ধরে প্রবীণ বাসিন্দা আলী আকবর বলেন-কালুরঘাট কেটিএস গার্মেন্টেস-এ অগ্নিকান্ডে নিহতদের কবরস্থানও ঢাকা পরেছে ময়লা-আবর্জনার স্তুপের নিচে। আর অনেকটা পরিত্যাক্ত অফিস কক্ষটি একদিনের জন্যও ব্যবহার হয়নি। রাতে খোদ চসিকের ডাম্পিং এর শ্রমিক-দারোয়ান মাদকের আসর বসায় ওই পরিত্যাক্ত কক্ষে।

স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ রিপন বলেন-সিটি কর্পোরেশন শহরের ময়লা এনে আমাদের চলাচলের রাস্তায় ফেলছে। কবস্থানের চিহ্নও রাখছে না। খোদ চসিকের অফিস কক্ষের চারপাশে ময়লা-আবর্জনা, বিষাক্ত দুর্গন্ধযুক্ত পানি। রাতে আড্ডা বসে চসিক শ্রমিকদের। একই কথা বলেছেন, মাঈনুল ইসলাম, আলী আকবর, ঈসমাইল ড্রাইভারসহ এলাকাবাসী। তাদের দাবী-সিটি কর্পোরেশনের ময়লা-আবর্জনা নির্ধারিত নির্দিষ্ট স্থানেই ফেলতে হবে। সাধারণ মানুষ চলাচলের রাস্তায় ফেলা যাবে না। কবরস্থানের পবিত্রতা রক্ষা করতে হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োনীয় উদ্যোগ নিবেন_এমন আশা স্থানীয় সাধারণ মানুষের।

শেয়ার করুন