শারদীয় দুর্গোৎসবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ খাগড়াছড়িতে

খাগড়াছড়ি : সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ছাত্র-যুব পরিষদের উদ্যোগে খাগড়াছড়িতে সকল সম্প্রদায়ের প্রায় ১হাজার ৫শত জন গরিব ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে দিন ব্যাপি একার্যক্রমের শুভ উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়াম্যান কংজরী চৌধুরী।

সনাতন ছাত্র-যুব পরিষদের কেন্দ্রীয় কমিটি সভাপতি স্বপন ভট্টচার্য্য জানান, আমাদের এই মহৎ উদ্যোগের খবর পেয়ে পাহাড়ে বসবাসরত এইসব গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে এগিয়ে এসেছে ঢাকা, চট্টগ্রাম ও খাগড়াছড়ির ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ উপ-কমিটির আহবায়ক সাগর দত্ত ও সদস্য সচিব পায়েল দাশ বলেন, শরদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিবছরের মত এবছরও প্রায় ১ হাজার ৫ শত এরও অধিক গরিব অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা: হাবিবুল ইসলাম চৌধুরী, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা: মোঃ মাহাবুবুর রহমান ভূ্ইঁয়া, নাক, কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা: মিটেন চাকমা, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা: রতন খীসা, মস্তিস্ক ও স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডা: সৌমিত্র দাশ, চর্ম, যৌন, ও এলার্জী রোগ বিশেষজ্ঞ ডা: মোঃ জাহেদুল হাসান, বাত, ব্যাথা,প্যরালাইসিস, ডায়াবেটিস ও জয়েন্ট রোগ বিশেষজ্ঞ ডা: পলাশ নাগ, প্রসুতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: ইসরাত জেবীন ও ডা: তানি ঘোষ, ডায়াবেটিস ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: সব্যসাচী নাথ, কার্ডিওথোরাসিক ও সার্জারী চিকিৎসক ডা: মোঃ কায়সার উদ্দিন এবং শিশু রোগিদের সেবা দিতে মেডিসিন ও শিশু রোগ চিকিৎসক হিসেবে, ডা: বাবুল চন্দ্র দে, ডা: মোঃ রবিউল হাসান চৌধুরী, ডা: পরাগ দে, ডা: সুস্মিতা দেব (চুমকি) ও ডা: স্বপন চাকমা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি আশীষ ভট্টাচার্য্য, শরদীয় দুর্গোৎসব উদযাপন কমিটি’র সভাপতি স্বপন দেবনাথ, সনাতন ছাত্র-যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপন ভট্টচার্য্য প্রমুখ।