‘হায় হোসেন, হায় হোসেন’

সারাবিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে আশুরা। রাজধানীর হোসনি দালান থেকে পুলিশি নিরাপত্তায় রোববার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয় তাজিয়া মিছিল।

তাজিয়া মিছিলের মূল লক্ষ্য কারবালার ইতিহাস উপস্থাপন ও শোক প্রকাশ। মিছিলে বহন করা হয়েছে ইমাম হোসেন (রা.) এর সমাধির আদলের প্রতিকৃতি। মিছিলে অংশগ্রহণকারীরা অনেকেই বিভিন্ন নিশান নিয়ে এসেছেন। বেশিরভাগ মানুষের পরনে কালো পোশাক।

মিছিলে জিঞ্জির দিয়ে শরীরে আঘাত করে মাতম করে অনেকেই। তবে বিগত দুই বছর ধরে নিরাপত্তার জন্য পুলিশের নির্দেশনা অনুসারে জিঞ্জির দিয়ে শরীরে আঘাত করা হয় না।

তাজিয়া মিছিল দেখার জন্য মুরগি, কবুতর, আগরবাতি হাতে নিয়ে শতশত মানুষ আজিমপুর রোডের দুপাশে অবস্থান করছেন।

শেয়ার করুন