প্রধানমন্ত্রী দেশে ফিরছেন ৭ অক্টোবর

যুক্তরাষ্ট্র থেকে আগামী ৭ অক্টোবর দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিত্তথলিতে অস্ত্রোপচারের পর এখন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় রয়েছেন। তিনি আগামী ৭ তারিখ সকালে ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যান। সাধারণ অধিবেশনে যোগদান শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ভার্জিনিয়ায় ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় যান তিনি। সেখানে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ২৫ সেপ্টেম্বর স্থানীয় একটি হাসপাতালে তার পিত্তথলিতে অস্ত্রোপচার হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা ও বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। তিনি সাধারণ অধিবেশনে বক্তৃতায় রোহিঙ্গা শরণার্থীদের নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে বলিষ্ঠ ভূমিকা রাখতে বিশ্বনেতা জোরালো সমর্থন চেয়েছেন। এ ছাড়া মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হত্যা, জুলুম ও নির্যাতনের চিত্র বিশ্বদরবারে তুলে ধরেন তিনি।

শেয়ার করুন