আনোয়ারার শীর্ষ ইয়াবা গডফাদার সেলিম নগরীতে গ্রেপ্তার

আনোয়ারা উপকূলের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ সেলিম (৩৫)কে অবশেষে নগরীর হালিশহরের একটি ফ্ল্যাট বাড়ি থেকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ। ধৃত সেলিম উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা গ্রামের ইসলাম আহমদের পুত্র।

বুধবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটায় আনোয়ারা থানা পুলিশ ওই শীর্ষ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে।

জানা গেছে, প্রশাসনের কড়া নজরদারি ও সরকারের কঠোর অবস্থানের পরও থেমে নেই ইয়াবা বাণিজ্য। গ্রেপ্তার আতঙ্কে আনোয়ারা উপজেলার প্রায় অর্ধশতাধিক ইয়াবা গডফাদার অবস্থান বদল করেছে মাত্র। তারা ঢাকা, কক্সবাজার ও চট্টগ্রাম শহরে বসে চালিয়ে যাচ্ছে ইয়াবা ব্যবসা। আনোয়ারা থানা পুলিশের হাতে শীর্ষ ইয়াবা গডফাদার মোহাম্মদ সেলিম (৩৫) নগরীর হালিশহরস্থ ফ্ল্যাট বাসা থেকে গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি আরো পরিস্কার হলো।

গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার ওসি (তদন্ত) মাহবুব মিল্কীর নেতৃত্বে এসআই কামাল উদ্দিন, এএসআই রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান চালায়। এর আগে গত ২০ মে আনোয়ারা উপকূলে ইয়াবা চালান খালাসের সময় তার বড়ভাই আবদুর রহিমকে দুই লাখ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। সেলিম ওই মামলার তালিকাভুক্ত আসামী বলে জানান আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।