জনজীবন স্বাভাবিক
খাগড়াছড়িতে কোন প্রভাব পড়েনি জামায়াত হরতালের

জামায়াতের কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে ডাকা হরতালে খাগড়াছড়িতে কোন প্রভাব পড়েনি। জনজীবন ছিল স্বাভাবিক। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সাপ্তাহিক হাটবারের দিন হওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান ও হাটবাজারে লোকসমাগম ছিল চোখে পড়ার মতো। স্বাভাবিক ছিল জেলা শহরের সাথে উপজেলা গুলোর সড়ক যোগাযোগ। চলাচল করেছে ব্যাটারি চালিত অটোরিক্সাসহ অন্যান্য পরিবহনও।

জেলা সদর থেকে ঢাকা, চট্টগ্রাম, ফেণীসহ দূরপাল­ার যানবাহনগুলো ছেড়ে গেছে প্রতিদিনের মতোই। উপজেলার কোথাও কোন প্রভাব ফেলতে পারেনি জামায়াত শিবিরের ডাকা হরতাল। সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস এম শফি জানান, হরতালে দূরপাল­ার যানবাহন চলাচল স্বাভাবিক সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম ও ফেণী রুটে বাস, ট্রাকসহ অন্যান্য পরিবহন চলাচল করছে।

জেলা পুলিশের, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দীন জানান, জেলার কোথাও হরতালের সমর্থনে পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে মিছিল, পিকেটিংসহ নাশকতা করার সম্ভাবনা থাকায় জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।