আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (অনূর্ধ্ব-২১) প্রতিযোগিতার শুভ উদ্বোধন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ ব্যবস্থাপনায় আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (অনূর্ধ্ব-২১) প্রতিযোগিতা সিজেকেএস প্রশিক্ষণ মাঠে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম পুলিশ সুপার ও সিজেকেএস সহ-সভাপতি নুরেআলম মিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন।

এর আগে সিজেকেএস কাউন্সিলর ও কাবাডি কমিটির সদস্য ফরহাদ মুনির জুয়েল এর আকষ্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে একমিনিট নিরবতা পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: রেজাউল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দিন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া। সিজেকেএস কাবাডি কমিটির চেয়ারম্যান চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সভাপতিত্বে এবং সিজেকেএস কাবাডি কমিটির সদস্য সাইফুল ইসলাম বাবুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিজেকেএস নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সিজেকেএস নির্বাহী সদস্য ও কাবাডি কমিটির সম্পাদক তানভীর আহমেদ চৌধুরী, সিজেকেএস নির্বাহী সদস্য মনোরঞ্জন দে, সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার আব্দুল ওহাব, সিজেকেএস কাউন্সিলর প্রবীন কুমার ঘোষ, ডা: তিমির বরণ চৌধুরী, কাবাডি কমিটির যুগ্ম সম্পাদক শাহ জালাল উদ্দিন, সদস্য মুজিবুর রহমান, আব্দুল মাবুদ, পুলিশ লাইনের এস.আই নায়েব আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অংশগ্রহণকারী দলসমূহের খেলোয়াড় কর্মকর্তাবৃন্দ ও ক্রীড়ামোদী বিপুল দর্শক উপস্থিত ছিলেন।

আজকে ৪টি খেলা নিষ্পত্তি হয়। ১ম খেলায় বাঁশখালী ৫৯-২১ পয়েন্টে রাঙ্গুনীয়াকে, চন্দনাইশ ৫২-১৩ পয়েন্টে স›দ্বীপকে, বোয়ালখালী ২৯-২৭ পয়েন্টে আনোয়ারাকে এবং পটিয়া ৩৯-১২ পয়েন্টে মিরসরাইকে পরাজিত করে নিজ নিজ খেলায় জয় লাভ করে।

শেয়ার করুন