ফারিয়া’র পাঁচ দফা দাবিতে হাটহাজারীতে মানববন্ধন

বেতন বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রবিবার (১৫ অক্টোবর) বেলা ১০টায় হাটহাজারী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস মেডিকেল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)।

কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম বেলাল উদ্দীন, চট্টগ্রাম  উত্তর জেলা শাখার আহবায়ক মো.আবু জাবেদ, যুগ্ন আহবায়ক মো.সাইদুল আলম, উত্তম দাশ গুপ্ত, সমন্বয়ক সনজিত শীল, দোলায়ার হোসেন, হাসানুজ্জামান, দোলায়ার হোসেন, মেহদি রাজিব, সহিদ সারায়ার, সৈয়দ নাসির উদ্দীন, মো.আরিফুল ইসলাম, মো.আনোয়ার, নুরুল আবছার, অদাশ গুপ্ত, মিজানুর রহমান, পুস্পল দে, আনোয়ারুল ইসলাম, আফতাব উদ্দীন, নিজাম উদ্দীন, মোস্তাফা প্রমুখ।

বক্তারা বলেন, তাঁদের কোনো সাপ্তাহিক ছুটি নেই। নেই চাকরির নিশ্চয়তা। বর্তমানে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে তাতে পরিবার-পরিজন নিয়ে জীবন চালানো দুরূহ হয়ে পড়েছে।

বেতন বৃদ্ধি ছাড়া তাঁদের অন্য দাবিগুলো হচ্ছে বাজার বিবেচনা করে টিএ/ডিএ দেওয়া, চাকরির নিশ্চয়তা, রিপ্রেজেন্টেটিভদের সংগঠনের সরকারি নিবন্ধন ও স্বীকৃতি এবং সাপ্তাহিক ছুটি ও অন্য সব সরকারি ছুটি প্রদান।

শেয়ার করুন