খাগড়াছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১১ টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে দুই দিন ব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে জেলার আটটি বিদ্যালয় অংশগ্রহন করে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন,‘পড়াশোনা পাশাপাশি খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। মানুষের শারীরিক ও মানসিক চিত্তের বিকাশে খেলাধুলা বিকল্প নেই’।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তাসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন