বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের ভিত্তি দিলেন মেয়র নাছির

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাসে নির্মিত হচ্ছে জাতির জনকের বঙ্গবন্ধুর ম্যুরাল।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল প্রকল্পের ভিত্তি স্থাপন করেন চসিক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ৪২ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ৬ ফুট উঁচু, ২৩ ফুট ৮ ইঞ্চি প্রশস্ত একটি প্ল্যাটফর্মের ওপর বঙ্গবন্ধুর ছবিসহ ২০ ফুট ১১ ইঞ্চি উঁচু হবে ম্যুরালটি। প্রতিকৃতির আকার হবে ১৩ ফুট ১০ ইঞ্চি বাই ১০ ফুট ৯ ইঞ্চি। ম্যুরালটি তৈরিতে ৩৭ লাখ ৮৫ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএ এন্টারপ্রাইজ।

এসময় মেয়র বলেন, বাংলাদেশের স্বাধীনতা জাতির পিতার অবদান। পৃথিবী যতদিন টিকে থাকবে বাংলাদেশসহ বিশ্বের দেশে দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও কীর্তি চিরঞ্জীব থাকবে। তাকে দেশ-বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে জ্ঞানেগুণে সমৃদ্ধ হওয়ার প্রয়াস অব্যাহত আছে।

এ সময় উপস্থিত ছিলেন চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চমেক হাসপাতালের পরিচালক বি. জেনারেল জালাল উদ্দিন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, চসিক ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, শৈবাল দাশ সুমন, আনজুমান আরা বেগম, আওয়ামী লীগ নেতা মো. ইছা, ডা. তিমির বরণ চৌধুরী, ফারুক আহমেদ, যুবলীগ নেতা দিদারুল আলম, ওয়াহিদুল আলম শিমুল, এম মহিউদ্দিন, ছাত্রলীগ নেতা ইয়াছির আরাফাত, আবদুল্লাহ আল মামুন, চমেক ছাত্রলীগ নেতা রাশেদ, রাতিন, নাবিদ, আরমান, নাহিদ, সাব্বির প্রমুখ।

শেয়ার করুন