রোহিঙ্গা সংকট : বিশ্ব সম্মেলনের ডাক জাতিসংঘের

চলমান রোহিঙ্গা সংকট নিয়ে ‘প্লেজিং কনফারেন্স’ নামে বিশ্ব সম্মেলনের ডাক দিয়েছে জাতিসংঘ।

রাখাইনের সাম্প্রতিক সহিংসতা থেকে পালিয়ে ২৫ আগস্ট থেকে আজ অবধি প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। তাই বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের দায়িত্ব ভাগ করে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২৩ অক্টোবর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কুয়েত ও ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের এই প্রয়াসে সংহতি জানিয়ে সম্মেলনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।

নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, জাতিসংঘের মানবিক বিষয়ক দফতর ইউসিএইচএ, আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম এবং জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এই কনফারেন্সের (প্রতিশ্রুতি সম্মেলন) আয়োজন করছে।

এই তিন সংস্থার প্রধান এক যুক্ত বিবৃতিতে রোহিঙ্গা সঙ্কটকে বিশ্বের সবচেয়ে দ্রশুত গতিতে বৃদ্ধি পাওয়া সঙ্কট হিসেবে অভিহিত করেছেন। তারা এটাকে বড় একটি জরুরি মানবিক সঙ্কটও বলেছেন।

শেয়ার করুন