‘টিকাটুলির মোরে একটা হল রয়েছে’

২০১০ সালে প্রকাশিত বহুল আলোচিত ও জনপ্রিয় গান ‘টিকাটুলির মোরে একটা হল রয়েছে’। এ গানটি এবার ব্যবহার করা হয়েছে গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত দীপংকর সেনগুপ্ত দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায়। এ সিনেমার একটি আসরে এই গানটি ব্যবহার করা হয়েছে।

আইটেম গানের আদলে নির্মিত গানটির কোরিওগ্রাফি হলে দর্শকের মন কেড়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) এ গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। মতিন চৌধুরীর গাওয়া জনপ্রিয় এ গানটি নতুন করে সুর ও সংগীতায়োজন করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে গানের কথার কিছু অংশও। তবে নতুন গানটিতেও কণ্ঠ দিয়েছেন মতিন চৌধুরী। সুর শাহীন কামাল। গানটির কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম। সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত ও মীর মাসুম। কথা লিখেছেন মতিন চৌধুরী ও মামুন আকন্দ। গানটির সঙ্গে নেচেছেন চিত্রনায়িকা মিমো ও নবাগত চিত্রনায়ক সাঞ্জু জন। এ গানের কিছু অংশে দেখা গিয়েছে মাহি, আরিফিন শুভ ও এবিএম সুমনকেও।

‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি মুক্তি পেয়েছে গত ৬ অক্টোবর। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি এবং আরেফিন শুভ।

শেয়ার করুন