নির্ভুল রোগ নির্ণয় সুচিকিৎসার পূর্বশর্ত: মেয়র নাছির

সঠিকভাবে ডায়াগনসিস না হলে রোগ নির্ণয় করা কঠিন হয়ে যায়। ফলে রোগীরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়।নির্ভুল রোগ নির্ণয় করা সুচিকিৎসার পূর্বশর্ত।

শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে নগরীর বায়েজদি আবাসিক এলাকায় টেক কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনকালে মেয়র আ জ ম নাছির উদ্দীন এ মন্তব্য করেন।

এসময় তিনি স্বল্পমূল্যে এলাকার রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানান।

ফিতা কেটে ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনকালে ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, সমাজসেবক গোলাম মোস্তফা, রেজাউল করিম, আবদুল নবী লেদু, মোহাম্মদ পেয়ারু, প্রতিষ্ঠানের কর্ণধার আহমেদুর রহমান লিটন, নারায়ণ, কামরুল প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষে টেক কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ডা. সালাহ উদ্দিন পারভেজ ও ডা. সরেন্দু প্রসাদ দেব রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মোহাম্মদ ইউসুফ।

শেয়ার করুন