মালয়েশিয়ায় ৩৯ বাংলাদেশিসহ শতাধিক শ্রমিক আটক

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে ৩৯ বাংলাদেশিসহ শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) মালয়েশিয়ার কেলাং শহরের একটি গুদামঘর থেকে এদের আটক করা হয়। ওই গুদামঘরে ১৫০ বিদেশি শ্রমিকের মধ্যে ১১৩ জনের কাছে বৈধ কাগজপত্র না পাওয়ার দাবি করে কর্তৃপক্ষ। এদের মধ্যে বাংলাদেশের ৩৯ জন, নেপালের ৪০, পাকিস্তানের ২৭, ২ জন ভারতীয় এবং ৫ জন ভিয়েতনামের নাগরিক। স্থানীয় সংবাদ সংস্থা দ্য স্টার এ খবর দেয়।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ এজেন্টের মাধ্যমে এসব কর্মী নিয়োগ দেওয়া হয়। এ বছর ১২ হাজারের বেশি অভিযানে প্রায় দেড় লাখ বিদেশি কর্মীর বৈধতা যাচাই করেছে মালয়েশিয়া। এর মধ্যে প্রায় ৩৮ হাজার বিদেশি কর্মীই অবৈধ।