চার ইয়াবা ব্যবসায়ীর ভিন্ন মেয়াদে কারাদন্ড

চট্টগ্রাম: নগরীর সদরঘাট থানার সদরঘাট রোডে দুই হাজার পিস ইয়াবাসহ আটক হওয়া চার ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহে নুর। পাশাপাশি একই রায়ে তাদেরেকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদন্ড দেয়া হয়। ২০১৬ সালের ২০ আগস্ট রাতে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দণ্ডিতরা হলেন-মো. জসীম উদ্দিন, ফরিদ আহাম্মদ, আজাদ হোসেন, আমির আলী। তার মধ্যে জসিম উদ্দীন নামক একজন কারাগারে থাকলেও বাকিরা পলাতক রয়েছেন। এছাড়া জসীম উদ্দিন ও ফরিদ আহাম্মদকে ৬ বছর এবং আজাদ হোসেন ও আমির আলীকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে বলে চট্টগ্রাম আদালত সূত্রে জানা গেছে। গত বছরের ৩ অক্টোবর দন্ডিতদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অভিযোগপত্র দাখিলের পর ১ ডিসেম্বর অভিযোগ গঠন করেন আদালত। এরপর রাষ্ট্রপক্ষ ৫ জনকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করে। সোমবার (২৩ অক্টোবর) চট্টগ্রামের একটি আদালতে মহানগর দায়রা জজ মো. শাহে নূর এই রায় দেন।

 

শেয়ার করুন