ই-সেবার মাধ্যমে তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে নাগরিক সেবা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন ই-সেবা সর্ম্পকে জনগণকে অবহিতকরণ ও অংশগ্রহণের লক্ষ্যে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে জেলা তথ্য অফিস।

সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ ই-সেবার মাধ্যমে দেশের প্রত্যান্তঞ্চলের তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে নাগরিক সেবা। নাগরিকদের শিক্ষা, জীবন-জীবিকা, মানব উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষশক্তি গড়ে তুলছে। বাংলাদেশ এটুআই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষা, তথ্য এবং প্রযুক্তি খাতে ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক ড. মো. গোফরান ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার এম.এম.সালাহউদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা এসএম অনীক চৌধুরী, প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম বক্তব্য রাখেন। এতে স্থানীয় সরকার পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।