আলীকদমে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বান্দরবানের আলীকদম উপজেলায় মো. সাহাব উদ্দিন (৩৫) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাহাব উদ্দিন নয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ শফির ছেলে। ২০০৬ সালে দায়ের করা একটি মামলায় আদালত সাহাব উদ্দিনকে ৫ বছরের সাজা প্রদান করেন।

সূত্র জানায়, জমি বিরোধের জের ধরে সাহাব উদ্দিন ও প্রতিপক্ষের মধ্যে মারামারি হয়। এতে প্রতিপক্ষের লোকজন গুরুতর আহত হন। পরে এ ঘটনায় প্রতিপক্ষ বাদী হয়ে ২০০৬ সালে একটি মামলা (জিআর মামলা নং- ৪০/০৬ইং) করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ৩২৩/৩২৫ ধারা প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক সাহাব উদ্দিনকে ৫ বছরের সাজা প্রদান করেন। সাজা প্রদানের পর থেকে সাহাব উদ্দিন পলাতক ছিলেন।

এক পর্যায়ে সোমবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আজমগীরের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা নয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সাজাপ্রাপ্ত সাহাব উদ্দিনকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন।

আলীকদম থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আজমগীর আসামী মো. সাহাব উদ্দিনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

 

শেয়ার করুন