বেনাপোলে ৬৫ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬৫ লাখ টাকাসহ মোস্তাক আলী (৪০) নামে এক মুদ্রা পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৫ অক্টোবর) রাতে বেনাপোলের সাদীপুর সীমান্তের হাকর নদীর পাড় থেকে বস্তা ভর্তি ৬৫ লাখ ৫০ হাজার টাকাসহ মোস্তাব আলীকে আটক করা হয়। মোস্তাব আলী সাদীপুর গ্রামের তোরাফ আলীর ছেলে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদে জানতে পারি, ভারত থেকে এক হুন্ডি ব্যবসায়ী বিপুল পরিমান বাংলাদেশী টাকা নিয়ে বেনাপোলের সাদীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বস্তা ভর্তি টাকাসহ মোস্তাব আলী নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করে।

আটক মোস্তাক আলীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন