বিআরটিএ সাবেক কর্মকর্তা ও তার স্ত্রীর কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সাবেক সহকারী পরিচালক কাজী মাহবুবুর রহমান ও তার স্ত্রী হেনা পারভীনকে কারাদণ্ড এবং জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ আদেশ দেন।

এর মধ্যে মাহবুবকে তিন বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। হেনা পারভীনকে তিন মাসের কারাদণ্ড, ১৬ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর মাহবুবুর রহমান ও হেনা পারভীনের বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অভিযোগে বলা হয়, কাজী মাহবুব ও তার স্ত্রী হেনা পরস্পরের যোগসাজশে জ্ঞাত আয়বহির্ভূত ৪৩ লাখ ৫৩ হাজার ৭৯ টাকা স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেন। এর মধ্যে ৩৮ লাখ পাঁচ হাজার ৬১১ টাকা সম্পদের তথ্য তারা গোপন করেন। দুদক আইনের দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

শেয়ার করুন