ইয়াবাসহ গ্রেফতার দুইজনের কারাদণ্ড

২০১৫ সালের ২৮ ডিসেম্বর বাকলিয়া থানার মীর ফিলিং স্টেশনের সামনে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৫২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একইসঙ্গে চালক শাহজাহান ও সহকারী মানিককে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এ ঘটনায় দায়ের হওয়া মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো.শাহেনূর জরিমানাসহ কারাদণ্ড দিয়েছেন।

তাদের ৮ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক ইব্রাহিম খান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পর ৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। দুজনই বর্তমানে কারাগারে আছেন।

শেয়ার করুন