৩০ নারীর শরীরে এইচআইভি ছড়ানোয় যুবকের কারাদণ্ড

মরণব্যাধি এইডস নিজের দেহে বাসা বেধেছে জেনেও কোনো সুরক্ষা ছাড়াই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করায় ইতালীয় যুবক ভ্যালেন্টিনো তাললুতোকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। খবর রয়টার্সের।

রোমের একটি আদালত শুক্রবার তাকে ওই কারাদণ্ড দিয়েছেন।৩৩ বছর বয়সী ওই যুবক এরই মধ্যে ৩০ জনেরও বেশি নারীর দেহে এইচআইভি ভাইরাস ছড়িয়ে দিয়েছে।

২০১৫ সালে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি।

পুলিশের ধারণা, এইচআইভি আক্রান্ত ওই সময় অন্তত অর্ধশতাধিক নারীর সঙ্গে শারীরিকভাবে মিলিত হয়েছিলেন। এদের মধ্যে অন্তত ৩২ জন এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ওই নারীদের মাধ্যমে তিনজন পুরুষের দেহেও ভাইরাসটি সংক্রমিত হয়। এছাড়া আরেক নারীর এক শিশুও এইচআইভিতে আক্রান্ত হয়।

প্রাণঘাতী এ রোগটি ১৯৮০-র দশকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার পর থেকে এ রোগে এ পর্যন্ত সাড়ে তিন কোটি মানুষ মারা গেছে।

শেয়ার করুন