রোহিঙ্গাদের মাঝে ফটিকছড়ি সম্প্রযুগ পাঠাগারের ত্রাণ বিতরণ

উখিয়া কুতুপালং এ রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন সম্প্রযুগ পাঠাগারের কর্মকর্তাবৃন্দ। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : উখিয়ার কুতুপালং ৫নং ক্যাম্পে দায়িত্বরত মেজর মোহাম্মদ আবু তাহেরের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছেনফটিকছড়ির ঐতিহ্যবাহী সংগঠন সম্প্রযুগ (সমমনা প্রগতিশীল যুব গোষ্ঠী) পাঠাগার নেতৃবৃন্দ। পরে সেনাবহিনীর তত্বাবধানে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

কক্সবাজারের উখিয়ার বালুখালী ও কুতুপালং ৫নং ক্যাম্পে এ উপলক্ষ্যে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ শহিদুল আলম শাহেদ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের দাতাসদস্য শফিউল আজম চৌধুরী, কক্সবাজার শিল্পকলা একাডেমীর প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আয়াজ মাবুদ রাজিব, বক্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জৈষ্ঠ্য সহকারী শিক্ষক নাছির উদ্দীন বিএসসি, সাবেক সম্প্রযুগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শাহাদাৎ, মেজবাহ উদ্দিন সুজন, লায়ন আবদুছ ছালাম পিপুল, বর্তমান পরিষদের সহ-সভাপতি ডাঃ দিদারুল আলম, সাধারণ সম্পাদক লোকমান হাকিম বাদশা, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন রকি প্রমুখ।

ত্রান সামগ্রীর মধ্যে ছিল ৮৪পিচ র‌্যাকসিন (তেলপার), মহিলা ও বাচ্চাদের কাপড়, খাওয়ার স্যালাইন, বিশুদ্ধ পানি, ঔষুধ সামগ্রী, শুকনো খাবার, মোমবাতি. গ্লাস, জগ, তাবুক, খাবার প্লেট, প্লাষ্টিক ও পাটের সুতলি ইত্যাদি। ত্রাণ সামগ্রী সম্প্রযুগ পাঠাগারের কর্মকর্তাবৃন্দ  উখিয়ার কুতুপালং ৫নং ক্যাম্পে দায়িত্বরত মেজর মোহাম্মদ আবু তাহেরের কাছে হস্তান্তর করেন।

শেয়ার করুন