দাবা চ্যাম্পিয়নশীপ : অপরাজিত চ্যাম্পিয়ন মঈন উদ্দীন আহমেদ

চট্টগ্রাম : জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বড়তাকিয়া গ্রুপের সৌজন্যে সিজেকেএস বড়তাকিয়া জেলা দাবায় মঈন উদ্দীন আহমেদ ৭ খেলায় ৬.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। ৬ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছেন অভিজিৎ বড়ুয়া। ৫.৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং এর মাধ্যমে আহমেদ মজুমদার ৩য়, আকিভ জাওয়াদ ৪র্থ, শামসুল হক ৫ম, মুজিবুর রহমান ৬ষ্ঠ, সাজিদ বিন জাহিদ ৭ম, বকুল বড়ুয়া ৮ম। ৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং এর মাধ্যমে নাসির হাসান ৯ম, সৈয়দ শামসুল ১০ম, প্রকৌশলী এস.এম. তারেক ১১তম, মাহবুবুর রহমান ১২তম, আবু ফয়েজ নাঈম ১৩তম, আবু মহসীন ১৪তম, উত্তর কুমার ১৫তম এবং আসিফ মাহমুদ ১৬তম স্থান লাভ করেন। সেরা বালক ক্যাটাগরিতে নাজমুল হায়াত এবং সেরা বালিকা ক্যাটাগরিতে উম্মিয়া বিনতে লুবাবা পুরস্কার লাভ করেন।

খেলাশেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিজেকেএস সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সিজেকেএস নির্বাহী সদস্য ও দাবা কমিটির চেয়ারম্যান জাহেদুল ইসলামের সভাপতিত্বে এবং দাবা কমিটির সদস্য এস.এম.তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম-সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম, সিজেকএস নির্বাহী সদস্য আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, আলহাজ্ব আবুল হাশেম, আ.ন.ম.ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, মোরশেদুল আলম, প্রবীন কুমার ঘোষ, দাবা কমিটির সম্পাদক ও মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, দাবা কমিটির যুগ্ম-সম্পাদক রকিবুল ইসলাম সাচ্চু, সদস্য আলী কায়সার, সৈয়দ আব্দুল আহাদ, মহসীন জামান পাপ্পু, নাসির হাসান, কামরুল ইসলাম প্রমূখ। ৫ দিন ব্যাপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই দাবা প্রতিযোগিতা সুইচলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

এতে ৪৩ জন আন্তর্জাতিক রেটেড খেলোয়াড় সহ সর্বমোট ৯৫ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার শীর্ষস্থান অধিকারী ৬ জন খেলোয়াড় আগামী ৬ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় দাবায় চট্টগ্রামের হয়ে অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতায় অরবিটরের দায়িত্ব পালন করেন মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন।

শেয়ার করুন