জাতীয় পার্টির প্রতিনিধি সভায় সোলায়মান আলম শেঠ
বিবাদ নয়, দল সুসংগঠিত করতে ঐক্যের বিকল্প নেই


চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের জরুরী প্রতিনিধি সভা সংগঠনের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে নগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল আলম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

বুধবার (১ নভেম্বর) বিকাল ৩ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সোলায়মান আলম শেঠ বলেন, বিবাদ নয়, ঐক্যের বিকল্প নেই। দলকে সুসংগঠিত করতে সকল ভেদাভেদ ভুলে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ঘোষিত আগামীতে একক নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। কথায় আছে দুর্বলের সাথে কেউ হাত মিলায় না। দলকে সুসংগঠিত করে সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী হলে পল্লীবন্ধুর হাত শক্তিশালী হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, নিজেদের মধ্যে মতবিরোধ সৃষ্টি করবেন না, এতে দলেরই ক্ষতি। দেশ ও জাতি আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে দেশী-বিদেশী ষড়যন্ত্রের কারণে। দেশের আজ মানবিক সংকট দেখা দিয়েছে। এই সংকট থেকে উত্তরণে, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দেশের সকল রাজনৈতিক দলের সাথে গোল টেবিল বৈঠকের মধ্যে সকল নিরসনের উত্তম পন্থা।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য মো: আজম খান, নগর জাপা’র সাবেক যুগ্ম আহবায়ক মো: সালামত আলী, আলহাজ্ব কামাল উদ্দিন তালুকদার, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ছগির আহমদ সোহেল, মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক কে.এম আবছার উদ্দিন রনি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আমিনুল হক আমিন, জহুর উদ্দিন জহির, সার্জেন্ট (অব:) আবু তাহের, এম. শফিউল্লাহ শফি, সাবেক দপ্তর সম্পাদক ছবির আহাম্মদ, সহ-দপ্তর সম্পাদক কায়সার হামিদ মুন্না, নগর যুব সংহতির যুগ্ম সম্পাদক এনামুল হক রাশেদ, নগর শ্রমিক নেতা হুমায়ুন কবির, নাসিরাবাদ শিল্পাঞ্চল সভাপতি সুলতান আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দুজ্জামান, জাতীয় ছাত্র সমাজ মহানগর সভাপতি নজরুল ইসলাম, সদস্য সচিব এম.এন জাহাঙ্গীর সেলিম, স্বেচ্ছাসেবক পার্টি নেতা জামশেদ আলম, সমীর সরকার, আজগর আলী, মো: বেলাল হোসেন, প্রদীপ দাশ মানু, মো: আবু তাহের, নগর সাংস্কৃতিক পার্টির আহবায়ক ফারুক হোসেন, মহিলা পার্টির সহ-সভানেত্রী রাবেয়া বসরী বকুল, সুলতানা রহমান, মহিলা নেত্রী প্রিয়া আক্তার, ফরিদা ইয়াছমিন, মনোয়ারা বক্স, রোকসানা বেগম, সীমা বেগম। নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন উত্তর জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মুছা তালুকদার, সহ-সভাপতি মো: সেলিম, কক্সবাজার জেলা ছাত্র সমাজের সভাপতি সুলতান মাহমুদ, বাকলিয়া থানা জাপা’র সাধারণ সম্পাদক মো: ইউসুফ, সদরঘাট থানা সভাপতি সলিম উল্লাহ বাচ্চু, পাঁচলাইশ থানা সভাপতি মো: এয়াকুব কোম্পানী, সাধারণ সম্পাদক সালেহ আহমদ ভূঁইয়া, বায়েজিদ থানা আহবায়ক নজির মোল্লা, ডবলমুরিং থানা আহবায়ক শেখ আকতার, হালিশহর থানা আহবায়ক আমির হোসেন, চান্দগাঁও থানা আহবায়ক মো: আবু তাহের, সদস্য সচিব মো: ওসমান, চকবাজার থানা আহবায়ক মো: আবদুল মালেক, সদস্য সচিব মো: হানিফ, বন্দর থানা আহবায়ক গোলাম কিবরিয়া, পতেঙ্গা থানা আহবায়ক হাজী নাছির সিদ্দিক, সদস্য সচিব মো: ফোরকান, নগর যুব সংহতির নেতা মো: কায়সার, পতেঙ্গা থানা সভাপতি হাফেজ খয়রাত হোসেন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, পাঁচলাইশ থানা আহবায়ক মো: শওকত আলী, বায়েজিদ থানা আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ফারুক হোসেন আপন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, মো: জসিম উদ্দিন, মো: হানিফ প্রমুখ।

সভায় বক্তারা অবিলম্বে মেয়াদোত্তীর্ণ চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির কমিটি বাতিল করে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের প্রতি জোর দাবী জানান। অন্যথায় আগামী এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির বর্তমান করুণ পরিস্থিতির বিস্তারিত চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হবে।

শেয়ার করুন