শ্রীপুরে ব্যবসায়ী হত্যার প্রধান আসামী গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে মুরগীর ব্যবসায়ী হত্যা প্রধান আসামী গ্রেফতার বিচারের দাবীতে এলাকাবাসী মানবন্ধন বিক্ষোভ করেন।

বুধবার (১ নভেম্বর) বিকাল ৪ টার সময় উপজেলা প্রাঙ্গনে এলাকাবাসী এক ঘন্টা মানবন্ধন ও বিক্ষোভ করেন।

জানা গেছে, উপজেলা তেলিহাটি ইউনিয়নের বেকাসহরা গ্রামের গত ৩ বছর পূর্বে টেংরা-সাতখামাইর সড়কের কাচারী ব্রিজের নিচে ধান ক্ষেতে মুরগী ব্যবসায়ীর লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।

এ ব্যাপারে নিহতের পিতা আঃ রহমান বাদী হয়ে হারুন ঢালী ও নিহতের স্ত্রী সেলিনা আক্তারকে আসামী দিয়ে হত্যা মামলা দায়ের করেন।

মামলা হওয়ার পর থেকে হারুন ঢালী দীর্ঘ তিন বছর পলাতক থাকার পর গত ১ নভেম্বর ভোর রাতে গাজীপুর পিবিআই জয়দেবপুর এলাকার ছায়াবীথি থেকে হারুন ঢালীকে গ্রেফতার করেন। গ্রেফতার হওয়ার ঘটনা স্থানীয় লোকজনের কাছে জানাজানি হলে এলাকাবাসী ক্ষিপ্ত হইয়া হত্যাকারীর বিচারের দাবীতে এক ঘন্টা মানবন্ধন বিক্ষোভ মিছিল করেন।

মামলা সূত্রে জানা গেছে, বেকাশহরা গ্রামের আঃ রহমানের পুত্র মুরগীর ব্যবসায়ী শাহিদের স্ত্রী সেলিনার সাথে পাশ্ববর্তী গাড়ারণ গ্রামের মৃত নায়েব আলী ঢালীর পুত্র লম্পট হারুন ঢালীর পরকিয়া প্রেমে লিপ্ত হয়ে সেলিনা আক্তারকে একা পাওয়ার জন্য ব্যবসায়ীকে হত্যা করে।

পিবিআই পুলিশ পরিদর্শক মোঃ হাফিজ জানান, ব্যবসায়ী হত্যাকারীর প্রধান আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন