বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্স জয় দিয়েই শুরু করেছে মিশন। শনিবার (৪ নভেম্বর) রাতে রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়েছে মাশরাফি বাহিনী।
শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান করে রাজশাহী। রনি তালুকদার সর্বোচ্চ করেন ৪৭ রান। ৩৮ বল থেকে তিনটি চার ও দুটি ছক্কার মারে এ রান করেন তিনি। এছাড়া ড্যারেন স্যামি ১৮ বলে ২৯ ও জেমস ফ্রাঙ্কলিন ২২ বলে করেন ২৬ রান। রংপুরের লাসিথ মালিঙ্গা ও থিসারা পেরেরা দুটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে ৭ বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। মোহাম্মদ মিঠুন ৩৩ বলে এক চার তিন ছক্কায় করেন ৪৬ রান। এছাড়া রবি বোপারা ২৩ বল থেকে অপরাজিত ৩৯ ও শাহরিয়ার নাফিস ৩৪ বল খেলে করেন ৩৫ রান। ম্যাচসেরা হয়েছেন রবি বোপারা।