নগরীতে মাদক ব্যবসায়ীদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠান
সিএমপি’র মাদক পুনর্বাসনে জনপ্রতিনিধিদের সাড়া

চট্টগ্রাম: নগরীতে সিএমপি’র মাদক ব্যবসায়ীদের পুনর্বাসন সহায়তার উদ্যোগে সাড়া দিয়েেছেন এলাকার জনপ্রতিনিধি সহ গণ্যমান্যরা। মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলে পুনর্বাসনের প্রাথমিক পদক্ষেপ নিচ্ছে সিএমপি। ৫ নভেম্বর নগরীর সদরঘাট থানায় মাদক ব্যবসায়ীদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে পুলিশের এই উদ্যোগে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী। প্রাথমিকভাবে পুনর্বাসনের জন্য এক লাখ টাকার একটি তহবিলও গঠন করা হয়েছে। পুর্নবাসন সহায়তা অনুষ্ঠানে নগর পুলিশের সহকারি কমিশনার (এসি-কোতয়ালী জোন) জাহাঙ্গীর আলম, সদরঘাট থানার ওসি মর্জিনা আকতার এবং কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী, সাবেক কাউন্সিলর জহির আহমেদ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদরঘাট এলাকার দুইজন মাদক বিক্রেতাকে ২০ হাজার টাকা করে পুনর্বাসন সহায়তা দেওয়া হয়েছে।

মাদক বিক্রেতাদের পুনর্বাসনের উদ্যোগ প্রথমে সিএমপি থেকে নেওয়া হয়েছে। এর আগে গত ২৮ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত সভায় ২০ মাদক বিক্রেতাকে মাদক ব্যবসা ছেড়ে আসায় পুনর্বাসনের জন্য ২০ হাজার টাকা করে দেয় সিএমপি।

শেয়ার করুন