শিল্পপতি শাহাবুদ্দিন আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ২২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ২২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় শিল্পপতি শাহাবুদ্দিন আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। শাহাবুদ্দিন আলম এস এ গ্রুপের মালিকানাধীন এস এ অয়েল রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। গত বছরের ১৫ মার্চ আদালতে মামলাটি দায়ের হয়েছিল। ব্যাংকের আগ্রাবাদ কর্পোরেট শাখার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার নিজাম আহমেদের দায়ের করা মামলায় এস এ অয়েল রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন আলম ও সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) দিদারুল আলমকে আসামি করা হয়েছিল। আদালত ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা এজাহার হিসেবে গণ্য করে আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। দেড় বছর আগে গ্রেফতারি পরোয়ানা জারির পরও পুলিম আসামীকে গ্রেফতার দেখায়নি বলে দাবি করছেন ব্যাংকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাবলু। তিনি বলেন, শাহাবুদ্দিন আলমের বিরুদ্ধে দেড় বছর আগে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এমনকি তদন্তকারী কর্মকর্তাকে আদালত শোকজও করেছিল। এরপরও আসামিরা বহাল তবিয়তে আছেন। বাধ্য হয়ে ব্যাংক কর্তৃপক্ষ আবারো আদালতের শরণাপন্ন হলে ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর কর্তৃপক্ষকে শাহাবুদ্দিন আলম যাতে দেশত্যাগ করতে না পারেন সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন। সোমবার (০৬ নভেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমান এই আদেশ দিয়েছেন। মামলার তদন্তের দায়িত্ব উপ-পরিদর্শক (এস আই) কায়সার হামিদকে দওেয়া হয়েছে।

 

শেয়ার করুন