আশুলিয়া থানা পুলিশের নেতৃত্বে জিম্মি করে চাঁদাবাজি, এএসআইসহ আটক ৪

গাজীপুরের শিল্প পুলিশে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মকবুলের নেতৃত্বে একটি চক্র সাধারণ মানুষকে মাইক্রোবাসে তুলে নিয়ে পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা চাঁদাবাজি করে আসছিল।

বুধবার (৮ নভেম্বর) সকালে মকবুলসহ চক্রের চার সদস্যকে হাতেনাতে আটক করেছে আশুলিয়া থানার পুলিশ।

এ সময় তাদের মাইক্রোবাসে জিম্মি করে রাখা এক নারীসহ চারজনকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এএসআই মকবুলের নেতৃত্বে চক্রটি সাধারণ মানুষকে মাইক্রোবাসে তুলে জিম্মি করে পরিবারের কাছে চাঁদা দাবি করত_এমন অভিযোগ ছিল।

পরে বিকাশে করে টাকা পাওয়ার পর জিম্মিদের মহাসড়কের কোনো এক স্থানে ফেলে রেখে যেত।

একের পর এক চাঁদাবাজির ঘটনার বিষয়টি আশুলিয়া পুলিশের নজরে এলে বুধবার তাদের হাতেনাতে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল। তিনি বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুন