সিজেকেএস-কে এন হারবার কনসোর্টিয়াম প্রথম বিভাগ হকি লিগ উদ্বোধন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কে এন হারবার কনসোর্টিয়াম এর পৃষ্ঠপোষকতায় সিজেকেএস-কে এন হারবার কনসোর্টিয়াম ১ম বিভাগ হকি লিগ-২০১৭-১৮ এর উদ্বোধন করা হয়েছে।

সিটি মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এন হারবার কনসোর্টিয়ামের চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী মোশতাক। সিজেকেএস নির্বাহী সদস্য ও হকি কমিটির চেয়ারম্যান আবুল হাশেমের সভাপতিত্বে এবং হকি কমিটির যুগ্ম-সম্পদক সাইফুল আলম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হকি কমিটির সম্পাদক মো: লুৎফুল করিম সোহেল। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো: জাহাঙ্গীর, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, একেএম আবদুল হান্নান আকবর, মো: অহিদ সিরাজ চৌধুরী স্বপন, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, হকি কমিটির ভাইস চেয়ারম্যান ডেরিক র‌্যান্ডলফ, এবিএম খালেদুজ্জামান দাদুল, কমিটির যুগ্ম-সম্পাদক শাহাদাত হোসেন, মকসুদুর রহমান বুলবুল, নিজামউদ্দিন নিজু, তরুন কান্তি ভট্টাচার্য, সিজেকেএস কাউন্সিলর ডা. তিমির বরণ চৌধুরী, আকতারুজ্জামান, মোরশেদুল আলম, দিদারুল আলম মাসুম, প্রবীন কুমার ঘোষ, মো: শাহীন সরওয়ার, অনুপ বিশ্বাস, রাশেদুর রহমান মিলন, মো: হারুনুর রশিদ, মো: নাছির মিয়া, হকি কমিটির সদস্য মহসিনুল হক চৌধুরী, মাসুদুল ইসলাম, আল হাসান মঞ্জুর, কাজী মঈনুল হোসাইন, আনিসুর রশিদ, জিয়াউর রহমান প্রমূখ। এ সময় বাংলাদেশ হকি ফেডারেশনের প্রয়াত সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ্র বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

১ম খেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রাম ৪-০ গোলে শতদল জুনিয়রকে পরাজিত করে। মুক্তিযোদ্ধার পক্ষে শঙ্কর ১টি, খন্দকার ১টি ও এনায়েত উল্লাহ্ ২টি গোল করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় মুক্তিযোদ্ধা সংসদের এনায়েত উল্লাহ। ২য় খেলায় মুক্ত বিহঙ্গ ৪-১ গোলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) কে পরাজিত করে। মুক্ত বিহঙ্গের খোরশেদুর রহমান ১টি, অর্পণ দাশ ১টি, মকসুদ আলম হাবুল ২টি গোল করে। মুক্তিযোদ্ধা লালের পক্ষে একমাত্র গোলটি করে কামরুল ইসলাম। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মুক্ত বিহঙ্গের মকসুদ আলম হাবুল।

শেয়ার করুন