অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার মামলায় দুজনের কারাদণ্ড

চট্টগ্রাম: চট্টগ্রামে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের দুই মামলায় পৃথকভাবে দুই আসামিকে মোট ১৮ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক (বিশেষ জজ) হোসনে আরা।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) তিনি এই রায় দেন। রায়ে দুই আসামিকে অস্ত্র আইনে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বিস্ফোরক আইনের ৩ ধারায় ৫ বছর এবং ৫ ধারায় ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন,ওমর ফারুক ও শওকত হোসেন।

আদালত সূত্র জানায়, ২০০০ সালের ২৮ জুলাই নগরীর কোতয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় ককটেল বিস্ফোরণের পর দুজনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। দুই মামলায় পৃথকভাবে দুই আসামিকে মোট ১৮ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

 

শেয়ার করুন