অস্থিরতা : রাজনীতি ও বাজারে

মাহমুদুল হক আনসারী : অস্থির রাজনীতি, অস্থির বাজার, মানুষের স্বস্তি পাওয়ার কোনো ঠিকানা এখন নেই বল্লেই চলে। একাদশ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের দল গুছাচ্ছে। ছোট আর বড় দল মিলে জোটবদ্ধ হচ্ছে, বড় দল ছোট দলকে ছাড় দেয়ার চিন্তা করছে, ক্ষমতাসীন দল আর বিরোধীদলের মধ্যে জোটগুলো হচ্ছে, শহর গ্রাম রাজধানী পর্যন্ত জোটের তৎপরতা বিস্তার হচ্ছে। চা, পান দোকান পর্যন্ত এখন রাজনীতির পরিধি বৃদ্ধি পাচ্ছে। ভেতরে ভেতরে অনেক দল ও ব্যক্তি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ক্ষমতাসীন দল নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করে তুলার কথা বলছে। মন্ত্রী এমপি দায়িত্বশীলগণ নির্বাচনকে ঘিরে অনেক বক্তব্য মাঠে রাখছে। বক্তব্য রাখলেও বিরোধী দলের নিকট তাদের বক্তব্যের বিশ্বাস স্থাপন হচ্ছেনা। রাজনীতিতে বিশ্বাসের ঘাটতি নতুন কথা নয়। বিশ্বাস আর অবিশ্বাস নিয়েই ক্ষমতার রাজনীতি। যারাই ক্ষমতায় থাকেন, তারা কিছুটা হলেও প্রশাসন ও নির্বাচনে প্রভাব খাটার রেওয়াজ চলে আসছে। এ রেওয়াজ থেকে একেবারে মুক্ত হওয়া সম্ভব নয়। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এর প্রভাব বিস্তার হয়েছে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে প্রশাসনে ক্ষমতাসীন দলের একটা প্রভাব স¦াভাবিক। এ প্রভাব কথায় কথায় শেষ করা সম্ভব না। প্রশাসনের বিভিন্ন সেক্টরে ক্ষমতাসীন দলের নিয়োগ ও সেটিং থাকবে সেটা সম্পূর্ণভাবে পরিবর্তন কোনো দিন ও সম্ভব হবেনা। এ স্থানে নির্বাচন কমিশন সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মানসিক ও টেকনিকেল পরিকল্পনা গ্রহণ করলে প্রার্থী ও দলগুলোর বেশী কিছু বলার থাকবেনা। নির্বাচন কমিশনের কঠোর ও নিরপেক্ষ ভূমিকায় পারে নির্বাচনকের সুষ্ঠ ও নিরপেক্ষ করতে। বিরোধী জোট, দল ও ক্ষমতাসীনদের বলার জায়গা হলো নির্বাচন কমিশন পর্যন্ত। নির্বাচন কমিশন গণতন্ত্রের স্বার্থে নির্বাচনমূখী দল গুলোর আস্থা ফিরিয়ে আনতে পারলেই সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেয়া সম্ভব। দেশে এখন নিঃসন্দেহে বলা যায়, একটা রাজনৈতিক প্রেক্ষাপট চলছে। জাতীয় আন্তর্জাতিকভাবে এ সংকট আরো প্রকট হয়েছে। পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী সত্যি। তাদের নিকট বাংলাদেশ কী ধরণের নিরাপত্তা পাওয়ার যোগ্যতা রাখে সেটাও ভাবতে হবে। প্রতিবেশী দেশ সব সময় তাদের স্বার্থ চাইবে, সেটায় স্বাভাবিক। সমস্যা যায়ই হোক, আমার দেশের সুবিধা অসুবিধা আমাদেরকেই দেখতে হবে। বাইরের কোনো দেশ আমাদের সুবিধায় এগিয়ে আসবে বলে মনে হয়না। বিদেশীরা আমাদের নিকট থেকে সুবিধা গ্রহণের জন্য যত প্রকারের চুক্তি করা দরকার তাই করতে দেখছি। বাংলাদেশের সুবিধায় প্রতিবেশীদের এগিয়ে আসার চিত্র দেখছিনা। খয়রাতী আর ত্রাণের হাত বাড়াচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব জনগণের জান মালের নিরাপত্তা, স্বাধীন মানচিত্রের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রদান করে সাহস যোগাতে কাউকে পাশে পাচ্ছেনা দেশ। আমাকে আমার পায়ে দাঁড়াতে হবে। কোনো শক্তি পরাশক্তির কাছে ধর্ণা দিয়ে লাভ হবেনা, যার যার স্বার্থ রক্ষার উদ্দেশ্য রাজনীতিকে ব্যবহার করছে। মত পার্থক্যের রাজনীতির সুযোগে অন্যের হাত ঢুকাচ্ছে। দেশের খণিজ সম্পদ ও অবকাঠামো ব্যবহার করে অন্যরা সুবিধা আদায় করছে। বাংলাদেশের মাটি ও মানুষকে তাদের পণ্যের বাজার হিসেবে ব্যবহার করছে। বিনিময়ে দেশের মানুষের অর্জিত মূল্যবান অর্থ টেনে নিচ্ছে। বড় দেশ ছোট দেশের ও জনগনের উপর প্রভাব খাটিয়ে গরীবের অর্থ নিয়ে নিঃস্ব করছে। তাদের অপরাজনীতি গরীবদের উপর চাপিয়ে দিচ্ছে। রাজনৈতিক দল ও জোটের ভিতর তাদের আদর্শ উদ্দেশ্য চাপিয়ে দিচ্ছে। ক্ষণিকের স্বাধ গ্রহণে রাজনীতিবিদদের তা ভালো লাগে। উদ্দেশ্য পর্যন্ত এভাবে রাজনীতি চলে। উদ্দেশ্য শেষ রাজনীতি ও শেষ। রাজনীতির বলি জনগণ। এখন জনগণ তাদের উৎপাদিত পণ্য নিজেরাই অধিক মূল্যে কিনে খাচ্ছে। ৫ টাকার বেগুনের কেজী খাচ্ছে ৬০ টাকায়, আলো, মরিচ, পেঁয়াজ, শসা, সীম সব ধরণের তরি তরকারীর আকাশ ছোঁয়া মূল্য। কোনো পণ্যই ক্রেতার নাগালে নেই। সবগুলো পণ্য মূল্য নাগালের বাইরে। চালের মূল্য দ্বীগুণ। ৩০ টাকার চাল, ৬০ টাকায় কেজী, ১৫০০ টাকার ৫০ কেজী চালের বস্তা এখন ৩০০০ টাকা। চালের মূল্যের কারসাজি সরকার এখনো নিয়ন্ত্রণ করতে পারছেনা। চালের বাজারের সাথে দেশের রাজনীতির অনেক সম্পর্ক। ক্ষমতাসীন দলের অতীত রাজনীতি ভুলের মধ্যে অন্যতম একটা ভূল হচ্ছে চালের মূল্যবৃদ্ধি। অন্যসব ভোগ্য পণ্যের মাঝে চালের মূল্যবৃদ্ধি পেলে সেটায় জনগণ বেশী ক্ষিপ্ত হয়। চালের মূল্য নিয়ন্ত্রণ রেখে অন্যপণ্যের বাজার উর্ধ্বমূখী হলেও জনগণ সেটায় বেশী গুরুত্ব দেয়না। যখন চাল নিয়ে চালবাজী হয় তখন সাধারণ মানুষ ক্ষিপ্ত হতে দেখা যায়। ক্ষমতাসীন দলের অন্যসব ব্যর্থতার সাথে চালের মূল্য বৃদ্ধির সাথে অন্যসব ভোগ্য পণ্যের দাম বৃদ্ধি জনগণ ভালো ভাবে দেখছেনা। তাহলে কী হবে, রাষ্ট্র কী করবে। পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে রাষ্ট্রের কী কোনো দায়িত্ব নেই? এ জায়গায় কী রাষ্ট্র ব্যর্থ হয়েছে। ব্যবসায়ীদের কারসাজী রাষ্ট্র কী বুঝেনা। সরকার কী সিন্ডিকেট ভাঙতে পারছেনা। কারা করছে সিন্ডিকেট সরকারী দলের সিন্ডিকেট হলে তো ভাঙ্গা যাবেনা। সব জায়গায় সরকারী দলের সিন্ডিকেট। এখানে বিরোধীদলের সিন্ডিকেট তৈরী করে কোনো ব্যবসা করার সুযোগ নেই। তাহলে বলতে হয় সরকারের ছত্রছায়ায় সিন্ডিকেট, সরকারী সমর্থন পুষ্টরায় করছে। এস্থানে বিরূপ প্রভাব পড়ছে সরকারের উপর। বিরূপ মন্তব্য কথা শুনতে হচ্ছে সরকারকে। ক্ষমতার সুবিধা আর অসুবিধায় পড়তে হবে ক্ষমতাসীন দলকে। জনগণ এর কোনো দায় ভার গ্রহণ করবেনা। সরকারী কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সুযোগ সুবিধা বৃদ্ধি হলো। আর ৮৫ ভাগ জনগণের দুঃখ দুর্দশার কথা ভাবা হলো না। তাদের রুটি রুজির চিন্তা করা হলোনা। তাদের পেটের ক্ষুধার কথা রাষ্ট্র না ভেবে শুধুই কর আর ট্যাক্সের বোঝা বাড়িয়ে দিয়ে সেবার নামে প্রেসার করতে থাকলে জনগণ তখন বিদ্রোহ করা ছাড়া কিছুই করার থাকবেনা। জনগণ ঠিকভাবে বিদ্রোহ করার সাহস ও ঠিকানা পাচ্ছেনা। ধর পাকাড় আর মামলা হামলার ভয়ে মুখ বন্ধ করে রেখেছে। কাতো দিন মুখ চেপে ধরে রাখতে পারবেন। কিয়ামত পর্যন্ত কোনো দল ক্ষমতায় থাকতে পারেনাই। পৃথিবীর ইতিহাসে বহু ক্ষমতাধর রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর ইতিহাস আছে। কেউ চিরদিন ক্ষমতায় থাকতে পারেনি। একটা সময় এসে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তখন আর কিছুই করার থাকবেনা। সময় থাকতে সময় মতো কাজ করতে হবে। স্বৈরতন্ত্র স্থায়ী করা যায়না। গণতন্ত্র স্থায়ী হয়। জুলুম আর মামলা দিয়ে কতিপয় সময় দেশ জোর করে চালাতে পারে। স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার কর্মসূচী থাকতে হবে। রাজনৈতিক ছোট বড় দলকে সাথে রাখতে হবে। শুধুমাত্র নিজের দলের লোকজন নেতা কর্মী দিয়ে দেশ চালালে সেটার স্থায়িত্ব হবে কিছু সময়। অল্প সময় স্বাধ ও মজা পাওয়া যাবে। দীর্ঘ সময় স্¦াধ গ্রহণ করা যাবেনা। ক্ষমতাকে স্থায়ী করতে চাইলে বহু দলীয় গণতন্ত্র ও জনকল্যাণে কাজ করতে হবে। জনগণের সুবিধায় অসুবিধায় চিন্তা করতে হবে। দ্রব্যে মূল্যবাজার নিয়ন্ত্রণ ও জনগণের নাগালে রাখতে হবে। সরকার দলীয় সিন্ডিকেট বাণিজ্য বন্ধ করতে হবে। বাজার, মার্কেট, টেন্ডারবাজী বন্ধ করতে হবে। অবৈধভাবে চাঁদাবাজী বন্ধ নিয়ন্ত্রণ থাকতে হবে। প্রশাসনের সেবা জনগণের নাগালের মধ্যে রাখতে হবে। প্রশাসন ও দলীয় নেতা কর্মীকে আইনের অধীনে রাখতে হবে। আইন যেনো সবার জন্য সমানভাবে চলে। অন্যায়ভাবে হয়রানী মামলা হামলা বন্ধ করতে হবে। নির্বাচনকে সামনে রেখে নতুন করে হয়রানী মামলা হামলা আর যেনো না হয় সেটাও ক্ষমতাসীনদের দেখতে হবে। প্রশাসনকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ রাখার চেষ্টা করতে হবে। পণ্য মূল্য ও রাজনৈতিক ক্যাডার নিয়ন্ত্রণ করুণ। ক্যাডার আর সন্ত্রাস লুটপাঠ করে নির্বাচন করার চিন্তা না করাই ভালো। একটি সুষ্ঠ নির্বাচন ও ন্যায্যমূল্য বাজার মূল্য চায় জনগণ। নির্বাচনের সাথে বাজারের সম্পর্ক আছে। রাজনীতির মারপ্যাচে বাজার নিয়ন্ত্রিত হলে সেটাও জনগণ বুঝবে। দেশ ও বাজার নিয়ন্ত্রণে আছে সেটাও পরিস্কার করতে হবে। সরকার কী দেশ ও বাজার নিয়ন্ত্রণে রাখতে পারছেনা, না অন্য কোনো সিন্ডিকেট বাজার চালাচ্ছে। যদি অন্য কোনো শক্তি বাজার চালায় বা নিয়ন্ত্রণ করে তাহলে সেটা এখনিই ভাঙতে হবে। নির্বাচনে জয় পরাজয় ও সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন নিয়ে অনেক কথা আছে। বাজারের মূল্যে তালিকার উপর নির্বাচনের ভোট ও প্রভাব দেখা যাবে। ক্ষমতাসীনদের সামনে এভাবে বাজার অনিয়ন্ত্রিতভাবে চালিয়ে রাখা সিন্ডিকেট ধারীদের আরেকটি চ্যালেঞ্জ। কোনো পণ্যের মূল্য ও মান বৃদ্ধি করা চলবেনা। অযৌক্তিকভাবে পণ্য মওজুদ বন্ধ ও শাস্তির আওতায় আনতে হবে। নির্বাচনকে সামনে রেখে কোনো ব্যবসায়ীকে কারসাজি করতে দেয়া সঠিক হবেনা। এখন থেকে বেশী করে যে জায়গায় নজর দিতে হবে সেটা হলো, বাজার মূল্য নিয়ন্ত্রণ। প্রশাসনের দুর্নীতি বন্ধ ও সেবা নিশ্চিত করা, বাজার ও প্রশাসনিক সিন্ডিকেট বন্ধ করা। ঘুষ, চাঁদাবাজী কঠোর নজরদারীতে আনতে হবে। রাজনীতি ও নির্বাচন পরিচ্ছন্ন ও সন্ত্রাসমুক্ত করতে হবে। সব দল ও মতের স্বাধীনতা দিতে হবে। ছোট বড় দলের মধ্যে পার্থক্য না করে সকলকেই কথা বলার সুবিধা দিতে হবে। অন্যায়ভাবে মামলা,হামলা বন্ধ করতে হবে। রাজনৈতিক দলের সভা সমাবেশ মিছিল মিটিং গণতান্ত্রিক ধারায় চালু থাকার পথ বন্ধ করবেন না। গণতন্ত্র জনমত প্রকাশ প্রচারের স্বাধীনতা চালু রাখতে হবে। সামনের নির্বাচনকে সামনে রেখে সব ধরনের অনিয়ম দুর্নীতি বন্ধ করুন। বাজারকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে রাজনীতিতে শান্ত পরিবেশ তৈরী করুন। জনগণের অশান্তি ও অনিশ্চয়তা দূর করে গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সকল দল ও মতের এগিয়ে আসা দরকার।

লেখক : মাহমুদুল হক আনসারী, সংগঠক, গবেষক, কলামিষ্ট, মোবইলঃ০১৮১৪৮৭৩৩৫৪

শেয়ার করুন