পিটিআইয়ে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম উদ্বোধন

গাজীপুর জেলা শহরস্থ জয়দেবপুর প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ওই অডিটোরিয়ামের উদ্বোধন করেন।

জয়দেবপুর পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ হাসানারুল ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-টঙ্গী-২ আসনের প্রয়াত সংসদ সদস্য শহীদ আহ্সান উল্লাহ মাস্টার এমপির ছেলে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুরের জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল শেখ, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এর ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ইন্দ্র ভূষণ দেব, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপিত এ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল, সদস্য এ্যাডভোকেট আব্দুল হাদী শামীম প্রমুখ।

পরে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠান উপস্থাপনা করেন পিটিআইয়ের ইন্সট্রাক্টর (সাধারণ) মোঃ সুলতান উদ্দিন মোকামী ও ইন্সট্রাক্টর (বিজ্ঞান) ফারহানা আজাদ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, শেখ হাসিনা হৃদয়হীনা নন। রোহিঙ্গাদের দেশে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী সারা দুনিয়ার কাছে যে সমবেদনার অবস্থার সৃষ্টি করেছেন, এরপরও কি বলবেন শেখ হাসিনা হৃদয়হীনা।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর দক্ষতায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, বিনিয়োগ, রেমিটেন্স বৃদ্ধিসহ সকল বিষয়ে দেশ এগিয়ে গেছে। একজন বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে আমরা বাংলাদেশ পেয়েছি। একজন শেখ হাসিনা না হলে বঙ্গবন্ধুর হত্যার বিচার হতো না, স্বপ্নের পদ্মা সেতু হতো না। আজকের বাংলাদেশের ধারাবাহিক সরকারের নমুনা এইভাবে দেখাতে পারতো না।

পিতার হত্যাকান্ড নিয়ে অনেক কেঁদে ছিলেন তিনি। তারপরও তিনি হাল ছেড়ে দেননি। নিজের জীবনের মায়া করেননি।

তিনি আরও বলেন, এখনও নাগিনীরা বিষাক্ত নিঃশ্বাস ফেলছে। কখন কি হয়, এরমধ্যে দিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথা ঠান্ডা রেখে আজকের এ দেশটি চালাচ্ছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ আগস্ট গাজীপুরে জয়দেবপুর পিটিআইয়ে অডিটোরিয়াম ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডাঃ মোঃ আফছারুল আমীন। এলজিইডি’র তত্ত্বাবধানে ১১কোটি ২২লাখ ৮৮হাজার ৯শ ৮২টাকা ব্যয়ে অত্যাধুনিক এ ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন হয়।

শেয়ার করুন