সুনামগঞ্জে সওজের কর্মচারীদের মানববন্ধন পালিত

তামিম রায়হান, সুনামগঞ্জ প্রতিনিধি : ৭ দফা দাবি আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মানববন্ধন পালন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখা।

রবিবার (১২ নভেম্বর) বেলা ১২টায় শহরের স্থানীয় ট্রাফিক পয়েন্টে ছাতক ও সুনামগঞ্জ সাবডিভিশনের অর্ধশতাধিক কর্মচারী মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হাজী গোলাম রব্বানী, সহ সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক কবির হোসেন, গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আলী, উপদেষ্টা সুদীপ চন্দ্র দাস, গোলাম মাওলা, আবুল কাশেম, বাবুল মিয়া, কনর মিয়া, ওবায়দুল হক, নাসরিন আক্তার, মোহাম্মদ হোসেন, পলাশ তালুকদার, নুরুল আমিন, মির্জা আলী হোসেন প্রমুখ। এসময় বক্তারা তাদের চাকরি স্থায়ী করন, পেনশন, উৎসব ভাতাসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানান। মানববন্ধন চলাকালী জরুরী ফেরী সার্ভিস ছাড়া সকল কর্মকান্ড বন্ধ ছিলো।

তাদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে ওয়ার্টচার্জড কর্মচারীদের চাকরি নিয়মিত করণ, উচ্চ আদালতের নির্দেশনা মেনে নেওয়া, জাতীয় বেতনস্কেল অনুযায়ী বেতন প্রদান, পদোন্নতির ব্যবস্থা, চাকরির সময় সীমা ৬০ বৎসর হতে ৬২ বৎসরে উন্নীত করণ। উল্লেখ্য সংঠনের সুনামগঞ্জ জেলা শাখার ওয়াজ আলী, কদর আলী, নুরুল ইসলাম, সাদেক আলী, আজিজুল হকসহ ৭ জন কর্মচারি সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে রিক্ত হস্তে চাকরি থেকে অবসর নিয়ে পরিবার পরিজনসহ মানবেতর জীবন যাপন করছেন।

শেয়ার করুন