যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মফিজুর রহমান
মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী যুবলীগ

দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখছেন মফিজুর রহমান, আ ফ ম টিপু সুলতান চৌধুরী, অধ্যাপক পার্থ সারথী চৌধুরী। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, স্বৈরাচার, সাম্প্রদায়িকতা ও হত্যার রাজনীতির বিরুদ্ধে যুবলীগের ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রতিষ্ঠার পর থেকে দেশ গঠনসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। সম্প্রতিকালে মৌলবাদ ও জাঙ্গিবাদের বিরুদ্ধে জনমত তৈরিতে যুবলীগ যে সাহসী কর্মকান্ড পরিচালনা করেছে তা দেশবাসীর কাছে প্রসংসিত হয়েছে। সর্বশেষ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে স্বদেশ বিতাড়িত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়ে যুবলীগ মানবতার এক অনন্য নজির স্থাপন করেছে। তিনি যুবলীগ নেতাকর্মীদেরকে সকল প্রকার বিভেদের উর্ধ্বে উঠে রাষ্টনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান।

রোববার (১২ নভেম্বর) বিকাল ৪টায় সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে কর্মসূচির ২য় দিনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য চৌধুরী আবুল কালাম আজাদ, যুবলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি শহীদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদুর রহমান সোহেল, যুগ্ম সম্পাদক মো. সোলেমান, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম শেফু, অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক মো. সেলিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক অরূপ সেন, মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস রাজমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, সহ-প্রচার সম্পাদক সাইফুল হাসান টিটু, সহ-দপ্তর সম্পাদক রাজু দাশ হিরো, সহ- সাংস্কৃতিক সম্পাদক বেলাল হোসেন মিঠু, পটিয়া পৌরসভার সভাপতি নুর আলম ছিদ্দিকী, পটিয়া উপজেলা সভাপতি বেলাল উদ্দিন, চন্দনাইশ উপজেলার আহবায়ক তৌহিদুল আলম, পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক এম.এ রহিম, পটিয়ার পৌরসভার সাধারণ সম্পাদক রফিকুল আলম, বাঁশখালীর সাধারণ সম্পাদক মো. মাকসুদ, কর্ণফুলী উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম হক, চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য হাসান মাহমুদ, দেলোয়ার হোসেন খোকা, এম. আব্বাস, সাতকানিয়া পৌরসভার সভাপতি সাইফুল আলম সোহেল, চন্দনাইশ উপজেলার যুগ্ম আহবায়ক এ.এস.এম তসলিম, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর মোজাম্মেল হক, পটিয়া উপজেলার সহ-সভাপতি মোরশেদুল হক, আবদুল জব্বার, খায়রুল ইসলাম, নজরুল ইসলাম, জহির তালুকদার, বাঁশখালী উপজেলার আরিফ মঈনুদ্দিন, লোহাগাড়া উপজেলার জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার অমল রুদ্র, এড. আবদুল্লাহ আল বেলাল, আখতারুজ্জামান চৌধুরী, পটিয়া উপজেলার আবদুর রহমান জুনু, মামুনুর রশীদ, মঞ্জুর এলাহী, শাহনেওয়াজ চৌধুরী, শাহজাহান গাজী, আবসার আহমেদ মানিক, পংকজ রুদ্র স্বপন, মিল্টন ধর, আবু তৌহিদ, মাসুদ চৌধুরী, আমান উল্লাহ বাচা, সোহেল, অনুপম চক্রবর্ত্তী, নোমান, জাহিদ, পাভেল দেবনাথ, জাকির হোসেন, নিজাম, দিদার, আবদুল মালেক প্রমুখ।

শেয়ার করুন