শিক্ষা বিস্তারে আল্লামা ছালেহ জহুর ওয়েজেদী (রহঃ) এর অবদান

আল্লামা ছালেহ জহুর ওয়েজেদী (রহঃ)

মাহমুদুল হক আনসারী : এ প্রবন্ধে আমি আজ এমন একজন ওলীয়ে কামেলকে নিয়ে লিখছি, যিনি প্রসিদ্ধ ও প্রখ্যাত একজন আলেমে দ্বীন, পীরে কামেল, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাহবার ছিলেন। যার নাম হচ্ছে আল্লামা ছালেহ জহুর ওয়েজেদী (রহঃ)। যিনি ছাত্র জীবন থেকে ছিলেন সত্যের প্রতীক। কোরআন ও হাদীসের অনুসারী। সুন্নিয়াতের বলিষ্ট নেতৃত্ব ও রাহবার। জ্ঞানর্জনের পাশাপাশি তিনি সুন্নিয়াত প্রতিষ্ঠা ও প্রচার প্রসারে ব্যাপক ভূমিকা রেখেছেন। তার জন্মস্থান চট্টগ্রামের বায়জিদস্থ ওয়েজেদীয়া এলাকায় সম্ভ্রান্ত পরিবারে। তাঁর যথেষ্ট সুনাম ও খ্যাতি প্রচার ও পরিচিতি শুনতে পাওয়া যায়। নিজ এলাকা ছেড়ে তিনি দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন চট্টগ্রামসহ সারাদেশ ব্যাপী। শিক্ষার পাশাপাশি তিনি দ্বীন, ধর্ম, ইসলাম, সুন্নিয়ত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নিবেদিত ছিলেন। সমাজে নামাজ কায়েমে তাঁর অবদান স্বরণীয় হয়ে থাকবে। মহান এ শিক্ষাবিদ, ওলীয়ে কামেল, আমিরুল হুজ্জাজ, সুন্নিয়তের রাহবার ২০১৭ সালের ১৫ জানুয়ারী ইন্তেকাল করে পরিবার পরিজন সহ হাজার হাজার ভক্ত মুহিব্বীনদের শোকের সাগরে ভাসিয়ে পর্দার অন্তরালে চলে যান। ইন্না——রাজিউন। তিনি পরিবার ও সমাজ হতে অন্তরালে চলে গেলেও তাঁর উজ্জল ও অনুসরণীয় চরিত্র সমাজে প্রতিষ্ঠিত আছে। তাঁর দাওয়াতে তবলীগ, ইসলামী সম্মেলন ও খেতাবাত ছিল উল্লেখযোগ্য। সমাজ সংস্কার ও ইসলামের আলোকিত বাণী প্রচারে ব্যাপকতা লক্ষ্যনীয় ছিল। ছাত্রজীবন, কর্মজীবন, শিক্ষায় ও খেতাবাতে একটি আলোচিত নাম আল্লামা ছালেহ জহুর ওয়েজেদী (রহঃ)। ইসলামের শিক্ষা প্রচার ও প্রসারে তাঁর অবদান ছিল বলে প্রসিদ্ধ আছে। তাঁর প্রচার নীতি আদর্শ ছিলো সম্পূর্ণ ভাবে সুন্নিয়তের আদর্শ ভিত্তিক। তাঁর আচার ব্যবহার বক্তব্য চলাফেরা সবিই ছিলো সুন্নিয়তের আলোকে। আত্মীয়তা, সহমর্মিতা, সহযোগীতা সবকিছুতেই হযরত মুহাম্মদ (দঃ) এর পথ নির্দেশনায় চলতেন। তাঁর সমস্ত জীবন ছিলো শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে। তিনি ইসলামী শিক্ষা, কোরআন, হাদীস, ফিকাহ, ইজমা, কেয়াস সহ পবিত্র কোরআন ও হাদিসের তাফসির পেশ করতেন। নিজ এলাকা ও সারাদেশে হাজার হাজার মুসলমান নরনারী কে ইসলামী শিক্ষা প্রচারে ব্রত ছিলেন। কোরআন হাদিসের শিক্ষা, ধর্মীয় শিক্ষা তথা ইসলামী শিক্ষায় সমাজ দেশ ও মুসলীম উম্মাহকে আলোকিত করেছেন। তাঁর ধারাবাহিক শিক্ষা বিস্তারের পথ অনুসরণ অনুকরণ করে চলছেন তাঁরই রেখে যাওয়া সুযোগ্য সন্তানগন। বর্তমানে আল্লামা ছলেহ জহুর ওয়াজেদী (রহঃ) ফাউন্ডেশন এ কর্মসূচী নিয়ে এগিয়ে যাচ্ছে। অক্সিজেনস্থ ওয়াজেদীয়া এলাকায় নিজ গ্রামে শাহ আমানত (রহঃ) এর নামে মসজিদ কমপ্লেক্স প্রতিষ্ঠা হয়েছে। সেখানে জুমা, নামাজ, যিকির, ইসলামী সম্মেলন, কনফারেন্স নিয়মিতভাবে অব্যাহত আছে। আল্লামা ছালেহ জহুর (রহঃ) এর মাজার শরিফকে কেন্দ্র করে এ দরবারে এখানে পবিত্র কোরআন তিলাওয়াত যিকির ও দেয়া মিলাদ মাহফিল, না’তে মোস্তফা (দঃ), ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। এখানে সপ্তাহের বৃহস্পতিবার নিয়মিত মাহফিল অনুষ্ঠিত হয়। শত শত মুহিব্বিন ধর্মপ্রাণ নরনারী এখানে উপস্থিত হয়ে দোয়া মাহফিলে শরিক হন। এসব মাহফিলে দ্বীন, ধর্ম, যিকির, আজগার, ইসলামের নূরানী বয়ান অনুষ্ঠিত হয়। কমপ্লেক্সের ধারাবাহিক পরিকল্পনা বাস্তবায়নে ১ ডিসেম্বর ২০১৭ইং আরম্ভ হতে যাচ্ছে আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহঃ) এর নামে এতিমখানা ও হেফজখানার উদ্বোধনী অনুষ্ঠান। এখানে পবিত্র কোরআন ও হাদিস শিক্ষার পাশাপাশি ইসলামী তাহজিব তমদ্দুন, বাংলা, ইংরেজী, আরবী, অংক, কম্পিউটার ও তথ্য প্রযুক্তির আধুনিক শিক্ষা হাতে কলমে শিশু শিক্ষার্থীদের দেয়া হবে। সকাল, বিকেল, সন্ধ্যায় পবিত্র ইসলাম সম্পর্কে নানা বিষয়ে বয়স্ক শিক্ষার কার্যক্রমও চলবে। সময়পযোগী শিক্ষার সবধরনের ব্যাবস্থা থাকবে বলে জানিয়েছেন কমপ্লেক্স কর্তৃপক্ষ। নৈতিক অবক্ষয় থেকে সমাজকে শুদ্ধ করার প্রত্যয়ে আদর্শ নাগরিক সৃষ্টির উদ্দেশ্যে আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহঃ) এর ব্যাপক কর্মসূচী রয়েছে। এক্ষেত্রে ফাউন্ডেশনের পরিচালকদের আপ্রাণ চেষ্টা অব্যাহত আছে। শিক্ষা বিস্তার ও এতিম ছেলে মেয়েদের প্রয়োজনীয় শিক্ষা ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে ফাউন্ডেশনের উদ্দেশ্য। স্থানীয় যুবক যুবতিদের ইসলামী শিক্ষায় প্রয়োজনীয় শিক্ষা প্রদানেরে ও কর্মসূচী আছে। ইসলামের ফরজ ওয়াজিব সুন্নাত মু¯তাহাব ও সুন্নিয়াতের আদর্শ প্রচারে ফাউন্ডেশন কাজ করে যাবে। পহেলা ডিসেম্বর ২০১৭ইং আনুষ্ঠানিকভাবে এতিম দুস্থ অসহায় গরীব ছাত্রছাত্রীদের ক্লাস উদ্ভধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জানা যায় কমপ্লেক্সের ভবিষ্যৎ ব্যাপক পরিকল্পনা রয়েছে। শিক্ষা বিস্তার, চিকিৎসা, লাইব্রেরী স্থাপন, দুস্থ অনাথ পূনর্বাসনের ব্যবস্থা থাকবে। মসজিদ ও মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে উঠবে বয়স্ক নিবাসন, বয়স্ক শিক্ষা ইসলামের নানা বিষয়ে সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন।এসব পরিকল্পনা বাস্তবায়নে সমাজের নানা শ্রেনী ও পেশার মানুষের সহযোগীতা কামনা করেন আয়োজকগন।

লেখক: মাহমুদুল হক আনসারী, সংগঠক, গবেষক, কলামিষ্ট, মোবইলঃ ০১৮১৪৮৭৩৩৫৪

শেয়ার করুন