আফগানিস্তানে তালেবান হামলায় ২২ পুলিশ নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে ১২টিরও বেশি তল্লাশি চৌকিতে ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চালানো তালেবানের ধারাবাহিক হামলায় মঙ্গলবার (১৪ অক্টোবর) ২২ পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন ১৫ পুলিশ সদস্য।

সোমবার দিবাগত রাতজুড়ে চালানো এসব হামলার সময় সরকারি বাহিনী ৪৫ জন বিদ্রোহীকে হত্যা ও ৩৫ জনকে আহত করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিদ্রোহীরা পুলিশের ওই তল্লাশি চৌকিগুলোর একটিরও দখল নিতে পারেনি বলে জানিয়েছেন তারা। কান্দাহারের পুলিশ প্রধানের মুখপাত্র জিয়া দুরারানি বলেছেন, “অতিরিক্ত সৈন্য ও বিমান হামলার সমর্থন না পৌঁছানো পর্যন্ত প্রতিরোধ করে যায় আমাদের বাহিনী।”

তালেবান হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাংবাদিকদের জানিয়েছে, পুলিশ ও একটি বেসামরিক বাহিনীর ৪৩ জনকে হত্যা করেছে তারা এবং ১৩টি সাঁজোয়া যান ধ্বংস করেছে। তবে বিদ্রোহীরা প্রায়ই প্রতিপক্ষের হতাহতের সংখ্যা বাড়িয়ে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

শেয়ার করুন