লামায় কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত

লামায় কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন নির্বাহী অফিসার খিন ওয়ান নু। -লামা প্রতিনিধি।

রেহেনা মোস্তফা, লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের সমাপনী সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, এগ্রো সার্ভিস সেন্টারের উপ-পরিচালক মাহফুজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার, কৃষি কর্মকর্তা মো. নুরে আলম, খাদ্য নিরাপত্তা প্রকল্পের বান্দরবান জেলার জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরহাদ আজীম, কারিতাস স্যাপলিং প্রকল্পের উপজেলা সমন্বয়ক ইয়াহিয়া আহমেদ।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোপন চৌধুরী। প্রকল্পের উপকারভোগী কৃষকদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন-কৃষক জয় বাহাদুর ত্রিপুরা, যাতেরুং ত্রিপুরা, মংছিনু মার্মা ও পূণ্য নাথ। সভার শুরুতে মাল্টিমিডিয়া স্লাইড শোর মাধ্যমে প্রকল্পের সকল কার্যক্রম তুলে ধরা হয়।

উল্লেখ্য, ১৯৯১ সালে বান্দরবান জেলায় উদ্যান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শুরু হয়ে পরবর্তীতে খাদ্য নিরাপত্তা প্রকল্প নাম ধারণ করে উপজেলার গজালিয়া, লামা সদর ও ফাঁসিয়াখালী ইউনিয়নে স্থায়ীত্বশীল কৃষির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অতি দরিদ্র আদিবাসী ও ক্ষুদ্র কৃষকের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে। এ প্রকেল্পর সর্বমোট উপকারভোগী সদস্য ছিলেন ৬০৭ কৃষক। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও উপকারভোগীরা প্রকল্পের সফল কার্যক্রমের ভূয়শী প্রশংসাসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন