তাঁতী লীগ বায়েজিদ থানার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি
মাঈনুদ্দীন সাগর সভাপতি ও আবু হানিফ জনি সম্পাদক

বাংলাদেশ তাঁতী লীগ বায়েজিদ থানার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি তালিকা হস্তান্তর। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ তাঁতী লীগের চট্টগ্রাম বায়েজিদ থানার কার্যকরী নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট রিদওয়ানুল বারী। সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ মাঈনুদ্দীন সাগরকে সভাপতি ও আবু হানিফ জনিকে সাধারণ সম্পাদক করে প্রস্তাব ও সমর্থক্রমে ৬৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার নিমিত্তে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মসূচীতে অংশ গ্রহণপূর্বক ও বাংলাদেশ তাঁতী লীগের সকল কর্মকান্ড নিজ থানার অধীনে পরিচালনাসহ কর্মসূচী পালন করার আহবান জানান এবং বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের ২৫(১) ধারা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন হিসাবে বাংলাদেশ তাঁতী লীগের নিয়ম নীতি অনুযায়ী সকল কমূসূচী ও কার্যক্রম পরিচালনা করার জন্য বায়েজিদ থানার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দিক নির্দেশনা দেন এবং পরিশেষে পূর্ণাঙ্গ কমিটির নাম ও পদবী তালিকা বায়জিদ তানার নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

সভাপতি-মো: মাঈন উদ্দীন (সাগর), সহ-সভাপতি মো: আলাউদ্দীন, মো: রুদ্র আসলাম সুমন, ডা: মো: আবু হানিফ. ডা: মো: খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আবু হানিফ (জনি), যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ রুঞ্জু শেখ, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ সোহেল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত মিল্লাত বাবু, আইন বিষয়ক সম্পাদক মো: আলী হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মো: আমিরুল ইসলাম (আসিফ), মহিলা বিষয়ক সম্পাদক শানিয়া আক্তার, অর্থ সম্পাদক-মোহাম্মদ ফয়সাল আহাম্মদ, বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক-মো: রাব্বী চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: এমদাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক মো: কাইয়ুম, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মো: সাইফুল ইসরাম (জুয়েল), শ্রম বিষয়ক সম্পাদক মো: মানিক সিকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মো: তানভীর চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক মো: আমিরুল ইসলাম (আসিফ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো:
সোহাগ সিকদার, সদস্য মো: আবদুল মালেক, মো: হাফিজুর রহমান, মোহাম্মদ আবু সাঈদ (পলাশ), মো: রুবেল, মো: জাহাঙ্গীর, মো: নাসির উদ্দিন, মো: ইমরান হোসেন প্রমুখ।

শেয়ার করুন