সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী স্মরণে আলোচনা সভা
দুঃস্থদের মাঝে সূর্যগিরি আশ্রম শাখার ফ্রি চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে বিশ্বঅলি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী স্মরণে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : বিশ্ব অলি শাহানশাহ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) এর স্মরণে আলোচনা সভা, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি চিকিৎসা সেবা, ঔষুধ সেবা, শীতবস্ত্র বিতরণ, শিক্ষাবৃত্তি, দুঃস্থ গরিব অসহায়দের বিবাহের জন্য নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় সংগঠনের সভাপতি লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ির নব নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন।

সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে বিশ্ব অলি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী আয়োজনে দুঃস্থদের ফ্রি চিকিৎসা সেবা পরিদর্শন করছেন লায়ন সেলিম সিকদার।ছবি : নয়াবাংলা

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ আদিল মাহবুব আকবরী । প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য কাজী মাওলানা হাবীবুল হোসাইন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাহরাইন শাখার সভাপতি মো: নাজমুল হুদা,মাইজভান্ডারি মরমী গোষ্ঠীর সংস্কৃতিক সম্পাদক সৈয়দ জাবেদ সরোয়ার, মাইজভান্ডারি মরমী গোষ্ঠীরসহ সাধারণ সম্পাদক আব শাহাদাত সায়েম সুমন, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি শাখার সহ সভাপতি বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির ফাউন্ডার লায়ন জানে আলম, সভাপতি লায়ন সেলিম সিকদার, সাধারণ সম্পাদক লায়ন জসিম উদ্দিন বাবুল, বাংলাদেশ ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক রতন চৌধুরী। শীমুল দাস উপদেষ্টা গৌরাঙ্গ দত্ত,সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন ধীমান দাস। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিপ্রা বসু মল্লিক, তরুন কুমার আচার্য, মাইকেল দে, সি প্লাস চ্যানেলের প্রধান মো. সেলিম, বাংলা ৭১ চ্যানেলের প্রধান আলমগীর নিশান, অর্চনা রানী আচার্য, কৃষ্ণ বৈদ্য, ঝন্টু শীল, রুবেল শীল, কাশ্মীরী দাশ, প্রিন্স দাশ, ঝুমু দাশ, অনু দাশ, ডেইজি চৌধুরী, মানিক বড়–য়া, রূপন দাশ, জয়া আচার্য, দয়াল দত্ত, শুভ আচার্য, এড. রূপনা আচার্য, রতন আচার্য, সুমন পাল, চুমকি পাল, সাংবাদিক সমীর দাশ, সুজন মালাধন, লালু চক্রবর্ত্তী, সোনা সওদাগর, মো. শওকত, সুইটি আচার্য। মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুব্রত চৌধুরী, শিশু বিশেষজ্ঞ ডা. প্রবীর চৌধুরী, দন্ত বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান, গাইনি বিশেষজ্ঞ ডা. শিল্পী রাণী সিকদার, ডা. তিস্তা সিকদার শ্যামল চিকিৎসাসেবা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রায় ১৫০ জনকে শীতবস্ত্র বিতরণ, ৪শত গরীব ও দুস্থ রোগীকে বিনামূল্যে ঔষধ ও চিকিসা সেবা প্রদান, বিবাহের জন্য ৬ জনকে নগদ অর্থ প্রদান এবং ৩০ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

শেয়ার করুন