অতীত অপহরণের অধিকাংশই উদ্ধারে সক্ষম হয়েছি : গাজীপুরে আইজিপি

অপহরণের অধিকাংশই উদ্ধারে সক্ষম হয়েছি : গাজীপুরে আইজিপি

আতিকুর রহমান : সারাদেশে যেসব নাগরিক নিখোঁজ হয়েছেন তাদের উদ্ধারের বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, গুম বা অপহরণ যাই হোক এ বিষয়ে আমরা মামলা নিয়েছি, জিডি করেছি। পুলিশ চেষ্টা করছে তাদের উদ্ধারের জন্য। আমাদের আন্তরিকতা আছে, আমাদের গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ সবাই মিলে চেষ্টা করছে। অতীতে যতগুলি অপহরণ হয়েছে, অধিকাংশই উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা আশাবাদী যারা অপহরণ হয়েছে, তাদের উদ্ধার করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুর পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, যে সব রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে আমরা তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে যাচ্ছি। শুধু পুলিশ নয়, অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও সেখানে নিরাপত্তা বিধানের জন্য নিয়োজিত আছে। কোন রোহিঙ্গা যাতে অপরাধমূলক কোন কার্যকলাপে জড়িয়ে না পড়ে সে ব্যাপারটাও আমরা গোয়েন্দা নজরে রেখেছি।

এর আগে বিকালে তিনি পুলিশ লাইনস ময়দানে এসে প্রথমে পুলিশ সমাবেশে অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি জেলা পুলিশ আয়োজিত পুলিশ সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ করেন।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম ও নওশের আলী, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদ, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, ঢাকা রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদ, আইজিপি পত্নি বেগম সামসুন্নাহার রহমান, গাজীপুরের জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুর পুলিশ সুপারের সহধর্মিনী শিরিন আক্তার, ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, শরিয়তপুরের পুলিশ সুপার সাইফুল আল মামুন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি শোয়েব আহমেদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আজমত উল্লা খান, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক এমপি মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, গাজীপুর বারের জিপি আমজাদ হোসেন বাবুল, পিপি হারিছ উদ্দিন আহমদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইজাদুর রহান মিলন প্রমুখ।

সন্ধ্যায় দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।