আধিপত্য বিস্তারের জের
দুবৃৃর্ত্তদের হামলা ইউপিডিএফ কার্যালয় ভাংচুর, আগুন

শংকর চৌধুরী, খাগড়াছড়ি: নিজেদের আধিপত্য বিস্তারের জেরে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত খীসা) সমর্থিত খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাস্টার পাড়াস্থ ইউনিট কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

ইউপিডিএফ (প্রসীত খীসা) সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) জেলা কমিটির সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা অভিযোগ করে বলেন, ‘প্রশাসনের উপস্থিতিতে জেএসএস (এমএন লারমা) সমর্থিত সন্ত্রাসীরা আগুন দিয়েছে। এতে কার্যালয়ে রক্ষিত পার্টির গুরত্বপূর্ণ কাগজপত্র এবং আসবাসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

অভিযোগ অস্বীকার করে, (এমএন লারমা) সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি’র) কেন্দ্রীয় সাধারন সম্পাদক রাজ্যময় চাকমা বলেন, ইউপিডিএফ এর দলীয় কার্যালয়ে আগুন দেয়ার সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। সদ্য গঠিত ইউপিডিএফ এর বিভক্ত গ্রুপ এ কাজ করতে পারে বলেও জানান তিনি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুউদ্দিন ভূইঁয়া জানান, দুবৃর্ত্তরা ইউপিডিএফ এর অস্থায়ী কার্যালয় ভাঙচুর করেছে বলে শুনেছি । এসময় আসবাবপত্রেও আগুন দেয় তারা। তবে এই ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।

শেয়ার করুন