৫৩তম জন্মদিনে আলোচনা সভায় বক্তারা
তারেক জিয়া ১৬ কোটি মানুষের প্রাণস্পন্দন, বীরের বেশে দেশে ফিরবে

বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান, তারুন্যের অহংকার ১৬ কোটি মানুষের প্রাণস্পন্দন তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যেগে মহানগর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহানগর যুবদল সভাপতি কাজী বেলাল উদ্দিন সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দ্বীপ্তির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান।
খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন আমানত শাহ মাজারের খাদেম খাজা মুহাম্মদ এনায়েতউল্লাহ খান।

আলোচনা সভায় প্রধান অতিথি আবুল হাসেম বক্কর বলেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রাণস্পন্দন তারেক রহমানকে তথাকথিত ১/১১ সরকার হত্যার উদ্দ্যেশ্যে অমানুষিক শারীরিক নির্যাতন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কন্ঠ স্তব্দ করতে চেয়েছিল। কিন্তু তারেক রহমানের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও দোয়ায় তা করতে ১/১১ সরকার সফল হয়নি। তারেক রহমান বাংলাদেশের আগামীদিনের রাষ্ট্রনায়ক, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধারক বাহক। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন ইনশ্ল্লাাহ। প্রধান বক্তা আবু সুফিয়ান বলেন, তারেক রহমানের বিরুদ্ধে সকল ষরযন্ত্রের জবাব বাংলাদেশের জনগণই রাজপথে এবং ভোটের মাধ্যমে দিবেন। তারেক রহমান বিগত বিএনপি সরকার আমলে আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষে অনেক অবদান রেখেছেন। তারেক রহমানের জনপ্রিয়তা দেখে তথাকথিত ১/১১ সরকারের মত বর্তমান অবৈধ শেখ হাসিনা সরকারও তারেক রহমানের বিরুদ্ধে ষরযন্ত্র অব্যাহত রেখে চলেছে। কোন ষরযন্ত্রই তারেক রহমানকে দাবিয়ে রাখতে পারবে না। যুবদল সভাপতি কাজী বেলাল বলেন তারেক রহমান বাংলাদেশের প্রাণ। তারেক রহমানের জনপ্রিয়তাকে শেখ হাসিনা ভয় পায় বিধায় সকাল থেকে রাত পর্যন্ত তারেক রহমানের অপপ্রচারে লিপ্ত থাকে।

বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল। ছবি : নয়াবাংলা

যুবদল সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দীপ্তি বলেন তারেক রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রদানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। যার বাবা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, যার মা দেশের গণতন্ত্রকে পূনঃরুদ্ধার করার জন্য লড়াই করে যাচ্ছেন তিনি তাদের সন্তান। তেমনি তার চিন্তা ও চেতনায় থাকে বাংলাদেশের মানুষের কল্যান। তথাকথিত ১/১১ সরকার তারেক রহমানকে হত্যা করতে চেয়েছিল। তাদের বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে। তারেক রহমান বাংলাদেশের কোটি মানুষের প্রান। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।

সভায় উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন চৌধুরী লিটন, বিএনপি নেতা আবদুল মান্নান, যুবদল নেতা নুর আহম্মেদ গুড্ডু, হাবিবুর রহমান মাসুম, নুর হোসেন নুরু, মিয়া মো: হারুন, ইকবাল পারভেজ, ম. হামিদ, গুলজার হোসেন, হেলাল হোসেন, জাহাঙ্গীর আলম, শাহজালাল পলাশ, মাহবুবুর রহমান, মুজিবর রহমান রাসেল মোস্তাফিজুর রহমান দুলাল, হুমায়ুন কবির, মাঈনুদ্দিন চৌ: পারভেজ, মো: সালাউদ্দিন, নেজাম উদ্দিন, ইয়াসিন, কামরুল, আরিফ, সাইদুল, ফোরকান, শাহেদ হোসেন খান পারভেজ, মনোয়ার হোসেন মানিক, মো: রাশেদ, ফরহাদ হোসেন, এম.এ হাশেম, শহীদউল্লাহ শহীদ, সেলিম খান, আইয়ুব আলী, ইমরান হোসেন ভূইয়া, শামসুল আলম, মো: ইউসুফ, হারুন বেগ, তৌহিদ, আব্বাস, মামুন মিয়া, রিপন, দস্তগীর হোসেন রিয়াদ প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন