নাইজেরিয়ার মসজিদে বোমা বিস্ফোরণে ৫০ জন নিহত

নাইজেরিয়ার মসজিদে বোমা বিস্ফোরণ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে । মঙ্গলবার দেশটির আদামাওয়া রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুবিতে এই হামলা চালানো হয়। এই ঘটনায় ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। সূত্র: আল জাজিরা। হামলায় মুবিতে আতঙ্ক বিরাজ করছে। জঙ্গি সংগঠন বোকো হারাম এ হামলা চালিয়েছে বলে তারা ধারণা করছে নাইজেরিয়ান পুলিশ। যদিও কোনো সন্ত্রাসী সংগঠন এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। আহতদের বিভিন্ন হাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নাইজেরিয়া পুলিশের মুখপাত্র ওসমান আবুবকর জানান, মসজিদে ফজর নামাজ পড়তে আসা মুসল্লিদের সঙ্গে ওই হামলাকারী মসজিদে প্রবেশ করে। নামাজ শুরু হলে এই বোমা হামলা চালানো হয়। হামলায় মসজিদের ছাদ উড়ে যায়।

মসজিদের মতো পবিত্র স্থানে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য ওই শহরের মানুষেরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ২০১৪ সালের পর আবারও মুবিতে ভয়াবহ সন্ত্রাসী ঘটনা ঘটলো।