শ্রীপুরে ২ ছাত্রদল নেতা গ্রেফতার

সভাপতি সাইফুল হক মোল্লা

গাজীপুর জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল এবং শ্রীপুর উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল হক মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

২০১৫ সালের গাড়ি ভাঙচুর মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে শ্রীপুর পৌরসভার মধ্য বাজার (মাছমহল) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আব্দুল আজিজ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ছাত্রদলের ওই দুই নেতা শ্রীপুর মধ্য বাজারে অবস্থান করছে। পরে পৌরসভার মধ্য বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ওই দুই ছাত্রদল নেতা ২০১৫ সালের গাড়ি ভাঙচুর মামলার সন্দেহভাজন আসামি। তাদের বুধবার বেলা সাড়ে ১২টায় গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

এদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাবের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতারে নিন্দা জানান।

তিনি বলেন, পুলিশ বিএনপি, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেফতার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগামী দিনের আন্দোলন বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন।

আমি গ্রেফতারকৃত সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।