লামায় মোটর সাইকেল সংঘর্ষে পৌর মেয়রসহ আহত ৩

রেহেনা মোস্তফা, লামা প্রতিনিধি: দুই মোটর সাইকেল সংঘর্ষে বান্দরবানের লামা পৌরসভার মেয়রসহ ৩জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভা এলাকার মধুঝিরিস্থ পৌর কার্যালয়ের সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন- লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম (৪০), পৌরসভা এলাকার নয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. হোসেনের ছেলে মো. আরাফাত (২৪) ও জাফর আলমের ছেলে মো. হাসান (২২)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লামা বাজার থেকে মোটর সাইকেল যোগে পৌরসভা মেয়র জহিরুল ইসলাম কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি পৌর কার্যালয়ের সামনে পৌঁছলে পেছন দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা আরেকটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে উভয় মোটর সাইকেলে থাকা ৩জন আরোহি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক মেয়র জহিরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার ও মো. আরাফাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন মোটর সাইকেল দূর্ঘটনায় মেয়র সহ তিন জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন