বান্দরবানে শান্তি চুক্তির ২০ বছরপুর্তি উদযাপন

ফয়সাল বিকাশ : ব্যাপক আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২০ বছরপুর্তি উদযাপন করা হয়েছে বান্দরবানে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে জেলা প্রশাসন চত্তরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

পরে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ ১১টি ক্ষুদ্র নৃ গোষ্ঠী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করে।

র‌্যালী শেষে জেলা প্রশাসন চত্তরে সম্প্রীতির মঞ্চে মঙ্গল প্রদীপ প্রজ্ব্বলন, কেক কাটা ও আলোচনা সভা করা হয়।

জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোঃ শওকত আলী, পুলিশ সুপার সঞ্চিত কুমার রায়, আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই, পৌর মেয়র মোঃ ইসলাম বেবীসহ সামরিক-বেসামরিক দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায়, শান্তি চুক্তির বাস্তবায়িত বিষয় গুলো তুলে ধরে আওয়ামীলীগ সরকারের ২০ বছরের নানা উন্নয়নমূলক কর্মকান্ড ও সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন।