ছিনতাইকারীর হামলায় চিকিৎসকের মৃত্যু

রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) চিকিৎসক ফরহাদ আলমের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ৩টায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর জানান, ডা. ফরহাদ আলম মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটিতে থাকতেন। ২৯ নভেম্বর বিকালে তিনি কর্মস্থল থেকে রিকশায় বাসায় ফিরছিলেন। পথে শাহজাহান রোডে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীদের টানাহেঁচড়ায় তিনি রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এর আগে, ২৯ নভেম্বর বিকালে তিনি ছিনতাইকারীর কবলে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এরপর থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের আইসিইউতে তার চিকিৎসা চলছিল।

শেয়ার করুন