৫৪ প্রাথমিক বিদ্যালয়ের ৪১১ শিক্ষার্থী অংশগ্রহণ
ফটিকছড়িতে সম্প্রযুগের প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

সম্প্রযুগের প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা পরিদর্শন করছেন নানুপুর লায়লা-কবির কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব ফখরুল আনোয়ার। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : ঐতিহ্যবাহী সংগঠন ফটিকছড়ি সম্প্রযুগ (সমমনা প্রগতিশীল যুব গোষ্ঠী) এর উদ্যোগে আয়োজিত সম্প্রযুগ প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০১৭ সম্পন্ন হয়েছে।

প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক লায়ন এস এম শামসুদ্দিনের সহযোগিতায় ধর্মপুর মানদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধর্মপুর কমল কৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা হতে যথারীতি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।

পরীক্ষায় ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষার আওতায় ৫৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৪১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রে মহা পরিদর্শক ছিলেন শিক্ষানুরাগী নানুপুর লায়লা-কবির কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উত্তর জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য সম্পাদক আলহাজ্ব ফখরুল আনোয়ার।

পরিদর্শক হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট উত্তম কুমার মহাজন, ধর্মপুর ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ুম, চট্টগ্রাম চেম্বারের পরিচালক লায়ন এস এম শামসুদ্দিন, সম্প্রযুগের প্রতিষ্ঠাতা আহবায়ক মুক্তিযোদ্ধা নুরুল আলম, সম্প্রযুগের সাবেক সভাপতি লায়ন শাহজাহান চৌধুরী, মোরশেদুল আলম ছিদ্দিকী, সাবেক চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, আওয়ামীলীগ নেতা ডা. খোরশেদুল আলম, যুবলীগ নেতা দিদারুল আলম, জালাল হোসেন, সম্প্রযুগের সাবেক সভাপতি মুহাম্মদ আইয়ুব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দীন আহমেদ সুজন, প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম আকাশ, কমল কৃষ্ণ স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সাবেক সভাপতি শহিদুল ইসলাম শাহাদাৎ, লায়ন আবদুস্ ছালাম পিপুল, রাশেদ সরওয়ার চৌধুরী, প্রধান শিক্ষিকা শীলা আর্চায্য, শিল্পী রানী দে, এম মোরশেদুল কবির, ইউপি সদস্য হারুণ চৌধুরী, মো: মাহফুজ, সাবেক সম্পাদক রায়হান মাহমুদ শিমুল বর্তমান সভাপতি-এস.এম শহিদুল আলম শাহেদ, জৈষ্ঠ্য সহ সভাপতি এস এম বশির, সহ-সভাপতি ডা: দিদারুল আলম, সাধারণ সম্পাদক- লোকমান হাকিম বাদশা, সহ সাধারণ সম্পাদক-মোঃ শাহাবুদ্দীন রকি, সাংগনিক সম্পাদক আইয়ুব আলী, সহ সাংগঠনিক সম্পাদক- মোঃ আমান উল্লাহ, অর্থ সম্পাদক-মুহাম্মদ এনামুল হক মিন্টু, শিক্ষা সম্পাদক বাবর উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোঃ ওসমান গণি, সহ-দপ্তর সম্পাদক-অঞ্জন কুমার শীল, ব্যাংকার বিকাশ মন্ডল, সহ শিক্ষা সম্পাদক মহসীন কায়েস, সহ পাঠাগার সম্পাদক রবিউল হোসেন সাগর, ফরহাদ করিম চৌধুরী, এমদাদুল ইসলাম, প্রীতম ধর, অঞ্জণ কুমার শীল, তুষার, ঝন্টু কুমার নাথ, প্রমুখ।

শেয়ার করুন