কিয়ামত পর্যন্ত রাসুল(সা:) প্রেমিকরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে যাবে

সুমন চৌধুরী:
বণার্ঢ আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন করেছে হাজীপাড়া বন্ধন ক্লাব ও হাজীপাড়া ফ্রেন্ডশীপ সোসাইটি ক্লাব। এ উপলক্ষে কোরান খতম, ওয়াজ মাহফিল এর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ হাজীপাড়া এলাকায় এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে তশরিফ আনেন সুদূর ভারত থেকে আগত খাজা হযরত মঈনুদ্দীন চিশ্তী আজমেরী (র:) এর খাদেম সৈয়দ জুনায়েদ মিয়া চিশ্তী। আখেরী নবীর উম্মত হতে পেরে আমরা ভাগ্যবান উল্লেখ করে জুনায়েদ চিশ্তী বলেন, মহান আল্লাহ এই কূলকাইয়েনাত যার উছিলাতে সৃষ্টি করেছেন তিনিই হলেন উম্মতি মোহাম্মদী। আজ আমরা মোহাম্মদীর উম্মত হতে পেরে ভাগ্যবান মনে করছি। নবীর প্রেম ভালোবাসা যাদের অন্তরে জাগরিত রয়েছে কেবল তারাই পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করছে এবং কিয়ামত পর্যন্ত করে যাবে। আজ মুসলমান পথভ্রষ্ঠ। ইমামদের ফতুয়া বেড়ে গেছে। নবীকে বলছে মাটির মানুষ। কিন্তু পৃথিবী সৃষ্টির আগে কাকে নূর দিয়ে আল্লাহ আরশে আজিমে রেখেছিলেন তা বলতে উনারা লজ্জাপান। যতদিন আমরা নবীর প্রেম, আদর্শ,সুন্নাহ , আকিদা সম্পর্কে ঈমান আস্থা না থাকবে ততদিন পর্যন্ত আমরা প্রকৃত মোমিন হতে পারবনা। তাই রাসূলের জীবনাদর্শ আমাদের ভেতর জাগ্রত করতে হবে। উক্ত মিলাদ মাহফিলে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন,জাবেদ মিয়া চিশতী, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা হারুনুর রশিদ নূরী প্রভাষক বানু বাজার মোহাম্মদীয়া সুন্নিয়া মাদ্রাসা খতিব পাহাড়তলী, পদ্মপুকুর শাহী জামে মসজিদ, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা মুহাম্মদ ফয়সাল আমিন আল কাদেরী, খতিব খাজ মঞ্জিল চিশতী দরবার শরীফ জামে মসজিদ, কক্সবাজার, হযরত মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন কাদেরী, খতিব হাজীপাড়া সুন্নিয়া জামে মসজিদ। মাহফিলে বিশ উম্মার শান্তির জন্য মোনাজাত করা হয়।

শেয়ার করুন